
সরাসরি রাজনীতি আসার আগে থেকেই কঙ্গনা রানাওয়াত ছিলেন গেরুয়া শিবিরের দিকে ঝুঁকে। বহুবারই তাঁর মুখে শোনা যেত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়গান। এমনকী, সাংসদ হওয়ার পর তো এই প্রশংসার মাত্রা স্বাভাবিকভাবেই বেড়েছে আরও। ঠিক এরই মাঝে হঠাৎ করেই নরেন্দ্র মোদীকে বিশ্বের সবচেয়ে বড় নারীবাদী বলে সম্বোধন করলেন বলিউডের মণিকর্ণিকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশে মহিলাদের অবস্থান নিয়ে বলতে গিয়ে কঙ্গনা রানাওয়াত জানান, আমার মনে হয় গোটা বিশ্বে যদি সবচেয়ে বড় কোনও নারীবাদী থাকেন তাহলে তিনি হলেন মোদীজি। তিনি প্রথমেই ক্ষমতায় এসে শৌচালয় তৈরি করেছিলেন। প্রধানমন্ত্রী শেষমেশ শৌচালয় তৈরি করছেন! এর পরে রান্নার জন্য কাঠকয়লার বদলে গ্যাস ওভেনের ব্যবস্থা করলেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট,রাজনীতিতে মহিলাদের সংরক্ষণ বৃদ্ধি করলেন। যিনি মহিলাদের উন্নতির কথা ভাবেন, তাঁর থেকে বড়ে নারীবাদী আর কে রয়েছেন!” সে কারণেই মোদীকে সবচেয়ে বড় নারীবাদী পুরুষ হিসেবে মনে করেন বলিউড কুইন।