Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘থালাইভি’-র ট্রেলার মুক্তির আগে নিজের ‘লুক’ নিয়ে ‘এক্সপেরিমেন্ট’-এর কথা শেয়ার করলেন কঙ্গনা রানাওয়াত

জয়ললিতার চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে নিংড়ে দিয়েছেন কঙ্গনা। ২৩ মার্চ মুক্তি পাচ্ছে 'থালাইভি'-র ট্রেলার।

‘থালাইভি’-র ট্রেলার মুক্তির আগে নিজের ‘লুক’ নিয়ে ‘এক্সপেরিমেন্ট’-এর কথা শেয়ার করলেন কঙ্গনা রানাওয়াত
কঙ্গনা রানাওয়াত
Follow Us:
| Updated on: Mar 22, 2021 | 2:14 PM

‘থালাইভি’ নিয়ে যথেষ্ট উত্তেজিত কঙ্গনা। জয়ললিতার বায়োপিক নিয়ে তৈরি হয়েছে এই ছবি। অভিনেত্রী থেকে কীভাবে উনি একজন রাজনীতিবিদ হয়ে উঠলেন তা নিয়েই বোনা হয়েছে ছবির গল্প। পরিচালনায় এ এল বিজয়। ২৩ মার্চ মুক্তি পাচ্ছে ছবির ট্রেলার। ট্রেলার মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় নিজের ‘লুক’ নিয়ে ‘এক্সপেরিমেন্ট’-এর ছবি শেয়ার করলেন কঙ্গনা রানাওয়াত। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “২০ কেজি ওজন বাড়ানো এবং কয়েক মাসের মধ্যেই তা ঝরিয়ে ফেলা, এটাই একমাত্র আমার চ্যালেঞ্জ ছিল না। এই এপিক বায়োপিক শুট করতে গিয়ে আরও অনেক রকম চ্যালেঞ্জ নিতে হয়েছে। সমস্ত অপেক্ষার অবসান। কিছু সময়ের পরেই জয়া আপনাদের হয়ে উঠবে।”

জয়ললিতার চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে নিংড়ে দিয়েছেন কঙ্গনা। প্রায় ২০ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা লিখেছিলেন “ এই প্রথম আমি কোনও সুপারহিউম্যান মহিলার চরিত্রে অভিনয় করলাম। শুধু অভিনয় নয়, আমার শরীরটাকেও অনেকটা ভাঙতে হয়েছে। ২০ কেজি ওজন বাড়াতে হয়েছে। আমার ব্যাক সাইড ক্ষতিগ্রস্থও হয়েছে। কিন্তু আমি পারফেকশনের জন্য সবকিছু করতে পারি।”

কঙ্গনা টুইটারে নিজেকে হলিউড সুপারস্টার মেরিল স্ট্রিপ এবং গ্যাল গদতের সঙ্গে তুলনা করেছেন। তিনি টুইট করেছেন “ অভিনয়ের যে বিস্তার আমার আছে, এই মুহূর্তে এই পৃথিবীতে কোনও অভিনেত্রীর তা নেই। মেরিল স্ট্রিপের মত র-ট্যালেন্ট আমারই আছে। আবার গ্যাল গদতের মত গ্ল্যামারাস এবং অ্যাকশন দৃশ্যেও আমি অনায়াসে অভিনয় করতে পারি।” এইটুকুতেই থেমে থাকেননি কঙ্গনা। আরও এক ধাপ এগিয়ে গিয়ে বাকি অভিনেত্রীদের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ‘মনিকর্ণিকা’ কঙ্গনা। তিনি টুইট করেছেন “ এই পৃথিবীতে যদি কোনও অভিনেত্রী তাঁর অভিনয়ের মেধা আমার চেয়ে বেশি দেখাতে পারেন, আমি আমার এই ঔদ্ধত্য আর কোনও দিন দেখাব না। এ-ধরণের গর্ব করার মত আতিশয্যতা আমার আছে।”

‘থালাইভি’-তে কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন অরবিন্দ স্বামী, প্রকাশ রাজ, যিশু সেনগুপ্ত। ছবিটি মুক্তি পাচ্ছে ২৩ এপ্রিল।

আরও পড়ুন:বাবার অভিনয় ডেবিউ নিয়ে টেনশনে জাহ্নবী!