
অনুষ্ঠান করতে গিয়ে মঞ্চেই হেনস্থার শিকার হলেন জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর। গান গাওয়ার মাঝে যে এমনটা ঘটবে, তা আন্দাজও করতে পারেননি। পুরো ঘটনা নিয়ে এখনও বেশ আতঙ্কে রয়েছেন সুপারহিট বেডি ডল গায়িকা কণিকা। ঘটনাটি ঘটেছে মেঘালয়ে।
ঠিক কী ঘটেছে?
রবিবার রাতে মেঘালয়ের জনপ্রিয় ‘মেগং’ ফেস্টিভ্যালের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কণিকা। মঞ্চে উঠে একের পর এক সুপারহিট গান গাইছিলেন। কণিকার গানে মজে গিয়েছিলেন উপস্থিত প্রায় হাজার হাজার শ্রোতা। ঠিক তারই মাঝে বিপত্তি। হঠাৎই দর্শকের মধ্যে থেকে এক অনুরাগী উঠে আসেন মঞ্চে। কণিকা তখন গানে মগ্ন। অনুরাগী মঞ্চে উঠে এসেই গায়িকাকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করেন। নিজেকে অনুরাগীর হাত থেকে বাঁচিয়ে নিতে সফল হন গায়িকা। গান অবশ্য থামাননি। ঠিক তখনই পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন গায়িকার নিরাপত্তারক্ষী। নিরাপত্তারক্ষীরা শ্রোতাকে মঞ্চ থেকে টেনে নামান।
কণিকার এই হেনস্থার ভিডিয়োই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। কয়েক মাস আগে সোনপ নিগমের উপর জলের বোতল ছোঁড়া, তারপর পপতারকা একেনের পোশাক ধরে টান। অনেকেই প্রশ্ন তুলেছেন শিল্পীদের নিরাপত্তা নিয়ে। এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কণিকা বা তাঁর দলের তরফ থেকে কোনও নিরাপত্তা দেননি। সোশাল মিডিয়াতেও কণিকার হেনস্থা নিয়ে সমালোচনার ঝড়।