করোনা আক্রান্তকে ট্রোল করা নিম্নরুচির পরিচয়: কণিকা কাপুর

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 31, 2021 | 3:30 PM

করোনা আতঙ্কের প্রথম দিকেই যে সব সেলেবদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল, তাঁদের মধ্যে কণিকা অন্যতম। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরও আইসোলেশনে না গিয়ে কণিকা নাকি পার্টি করেছিলেন।

করোনা আক্রান্তকে ট্রোল করা নিম্নরুচির পরিচয়: কণিকা কাপুর
কণিকা কাপুর।

Follow Us

সেলেবদের জীবনে ট্রোলিং কোনও নতুন ঘটনা নয়। কীভাবে তা সামলাতে হবে, তাও আয়ত্তে থাকে। কিন্তু করোনা (covid 19) আক্রান্ত হওয়ার পর গত বছর সোশ্যাল মিডিয়ায় যেভাবে গায়িকা (singer) কণিকা কাপুর (Kanika Kapoor) ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন, তা আজও ভুলতে পারেন না। এক বছর পরেও সেই স্মৃতি তাঁকে তাড়া করে। সদ্য এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন কণিকা।

করোনা আতঙ্কের প্রথম দিকেই যে সব সেলেবদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল, তাঁদের মধ্যে কণিকা অন্যতম। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরও আইসোলেশনে না গিয়ে কণিকা নাকি পার্টি করেছিলেন। লন্ডন থেকে ফেরার পর তিনি আক্রান্ত হন। কিন্তু ট্রাভেল সংক্রান্ত তথ্য গোপন করার জন্য উত্তরপ্রদেশ সরকার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে।

সম্প্রতি সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে কণিকা বলেন, “খুব কঠিন সময় ছিল। আসল ঘটনা না জেনে সকলে এমন মন্তব্য করছিলেন, সেটা আরও মারাত্মক। কোনও অসুস্থ ব্যক্তিকে ওভাবে আক্রমণ করাটা খুব নিম্নরুচির পরিচয়। আশা করি এই প্যানডেমিকের পরে অন্তত মানুষ বুঝবেন, কী বলা যায়, আর কী বলা যায় না।”

আরও পড়ুন, করোনা মুক্ত পৃথিবীর আশায় সকন্যা সতীশ কৌশিক

কণিকা আরও জানান, শিল্পীদের রোজগার দৈনিক। কাজ না করলে তাঁদের কোনও রোজগার নেই। প্যানডেমিকের সময় মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা শোচনীয় হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন তিনি। ফের যদি লকডাউনের মতো পরিস্থিতি হয়, তাহলে কীভাবে চলবে, তা নিয়ে এখনও ভাবনাচিন্তা না করলে ফের একই দুঃখজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে মনে করেন তিনি।

Next Article