নিজের বাড়িতেই ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন কন্নড় অভিনেত্রী চৈত্রা কট্টুরু। আপাতত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বিবাহ সংক্রান্ত জটিলতার জন্যই ওই কাজ করেছেন চৈত্রা।
দিন কয়েক আগেই জনৈক ব্যবসায়ী নাগার্জুনের সঙ্গে বিয়ে হয়েছিল চৈত্রার।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, স্বামীর পরিবার না মানায় সেই বিয়ে ভেস্তে যায় কয়েক দিনের মধ্যেই। দুই পক্ষ থেকেই থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল।
অভিনেত্রী দাবি করেছিলেন, বিয়ের পর তাঁকে শ্বশুরবাড়িতে ঢুকতে দেননি শ্বশুরবাড়ির লোকেরা। এমনকি স্বামীর পরিবারের বিরুদ্ধে প্রাণনাশের হুমকিরও অভিযোগ এনেছিলেন চিত্রা। যদিও তাঁর স্বামীর পাল্টা দাবি ছিল, বিয়েতে তাঁর কোনও ইচ্ছে ছিল না। ‘বাধ্য হয়ে’ সায় দিয়েছিলেন তিনি। গত মাসে তাঁদের বিয়ের একটি ছবি ভাইরাল হতেই তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। মন্দিরে খুব ছিমছাম ভাবে বিয়ে হয় চৈত্রা এবং নাগার্জুনের। বিবাহ সংক্রান্ত ঝামেলা নাকি অন্য কোনও কারণে অশান্তি– তা খতিয়ে দেখছে পুলিশ।
কন্নড় বিগবসে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন চৈত্রা। এ ছাড়াও অভিনয় করেছেন বহু ধারাবাহিকেও।