
রীতিমতো ভয়ে কেঁপে ওঠার মতো ঘটনা ঘটল বেঙ্গালুরুতে। দাম্পত্য কলহের চোটে আচমকাই অভিনেত্রীর উপর চড়াও হলেন অভিনেত্রীর স্বামী। নাহ, শুধুই মারধর নয়, অভিনেত্রীর চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে, এলোপাথাড়ি ছুড়িও চালানো হয়েছে বলে অভিযোগ।
কন্নড় ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী মঞ্জুলা। যিনি ছোটপর্দায় শ্রুতি নামেই বেশি জনপ্রিয়। গত ৪ জুলাই বেঙ্গালুরুর মুনেশ্বর এলাকায় নিজের বাড়িতেই স্বামীর হাতে নিগ্রহ হন অভিনেত্রী। মঞ্জুলার অভিযোগ তাঁর স্বামী অমরিশ তাঁর চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে এলোপাথাড়ি ছুরি চালান তাঁকে। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে অভিনেত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অভিনেত্রী মঞ্জুলা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের হাতে গ্রেফতারও হয়েছেন স্বামী অমরিশ।