‘পকেট খালি, কিন্তু মুখে হাসি ছিল’, কোন সময়ের কথা বললেন কপিল?
ডাউন মেমরি লেনে হেঁটে পুরনো দিনের ছবি শেয়ার করলেন কপিল।
২৩ বছর। নেহাত কম সময় তো নয়। এতগুলো বছরে জীবন অনেকটা বদলে যাবে, সেটাই তো স্বাভাবিক। ২৩ বছরে বদলে গিয়েছে সঞ্চালক তথা কমেডিয়ান কপিল শর্মার (Kapil Sharma) জীবনও। কিন্তু মুখের হাসি এখনও অমলিন। ডাউন মেমরি লেনে হেঁটে পুরনো দিনের ছবি শেয়ার করলেন কপিল।
কপিল নিজের একটি পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘২৩ বছরের পুরনো ছবি খুঁজে পেলাম। শ্রী গুরু নানক বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ ফেস্টিভ্যালে আজাদি নাটকের পারফরম্যান্স শেষ হওয়ার পর তোলা হয়েছিল ছবিটা।’
View this post on Instagram
কপিল জানিয়েছেন, ২৩ বছরের আগে ছবি তোলাটাও বিলাসিতা ছিল। কপিলের কথায়, ‘ছবিটা তোলার সময়ও মুখে যে আঠা লেগেছিল, তা খেয়াল করিনি। ওই দিনগুলো মিস করি। পকেট খালি ছিল, কিন্তু মুখে হাসিটা ছিল। মনে হল আপনাদের সঙ্গে শেয়ার করি।’
কপিল এখন পুরোদস্তুর ইন্ডাস্ট্রির সদস্য। অভিনয় এবং সঞ্চালনাই তাঁর পেশা। কলেজের দিনগুলোতে দেখা স্বপ্ন আজ সত্যি হয়েছে। বান্ধবী গিন্নি ছত্রাতকে কপিল বিয়ে করেন ২০১৮ সালে। ২০১৯-এর ডিসেম্বরে তাঁদের প্রথম সন্তান আনয়রার জন্ম হয়। কিছুদিন আগেই দম্পতি পুত্র সন্তানের বাবা-মা হন। জীবনের অনেক কঠিন সময় পেরিয়ে এসেছেন কপিল। কিন্তু আজও সব সময় হাসিখুশি থাকাই তাঁর ভাল থাকার মন্ত্র।
আরও পড়ুন, লকডাউনে একটি বিশেষ কাজ এগিয়ে রাখছেন রাধিকা আপ্টে?