‘ঈশ্বর এবার আমায় শক্তি দিক…!’, বড় ঘোষণা করণ জোহরের, পরিচালকের জীবনে হঠাৎ হল কী?

সম্প্রতি নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি ‘ডিজিটাল ডিটক্স’-এর ঘোষণা দেন। করণ জানিয়েছেন, আগামী এক সপ্তাহ তিনি কোনো পোস্ট করবেন না এবং ভক্ত বা পরিচিতদের সরাসরি বার্তাও (DM) আদান-প্রদান করবেন না।

ঈশ্বর এবার আমায় শক্তি দিক...!, বড় ঘোষণা করণ জোহরের, পরিচালকের জীবনে হঠাৎ হল কী?

|

Jan 27, 2026 | 2:04 PM

গ্ল্যামার দুনিয়ার ব্যস্ততা এবং সোশ্যাল মিডিয়ার নিয়মিত কোলাহল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন বলিউডের প্রভাবশালী পরিচালক ও প্রযোজক করণ জোহর। সম্প্রতি নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি ‘ডিজিটাল ডিটক্স’-এর ঘোষণা দেন। করণ জানিয়েছেন, আগামী এক সপ্তাহ তিনি কোনো পোস্ট করবেন না এবং ভক্ত বা পরিচিতদের সরাসরি বার্তাও (DM) আদান-প্রদান করবেন না।

করণ তাঁর পোস্টে লেখেন, “এক সপ্তাহের জন্য ডিজিটাল ডিটক্স! কোনো ‘ডুম স্ক্রলিং’ নয়, কোনো ডিএম নয়, কোনো পোস্টও নয়। এই জগত থেকে দূরে থাকার জন্য মহাবিশ্ব আমাকে শক্তি দিক!” প্রসঙ্গত, বিরতিতে যাওয়ার ঠিক আগেই করণ আলিয়া ভাটের একটি ভিডিওর মাধ্যমে সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন।

বিরতিতে যাওয়ার আগে বলিউডের সাম্প্রতিক সুদিন নিয়ে বেশ উচ্ছ্বসিত দেখিয়েছে করণকে। রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ এবং সানি দেওলের ‘বর্ডার ২’-এর অভাবনীয় বক্স অফিস সাফল্য নিয়ে তিনি কলম ধরেন। তাঁর মতে, এই দুই ছবির সাফল্য প্রমাণ করে দিয়েছে যে বলিউডের দিন শেষ হয়ে যায়নি।

করণ লিখেছেন, “পরপর দুটি হিন্দি ছবির মেগা সাকসেস একটা বিষয় প্রমাণ করে দেয়— বলিউড (শব্দটি ভুল হলেও এটি প্রচলিত) ফিরে এসেছে। যারা সমালোচনা করছিল, তারা এখন ঘুড়ি ওড়াতে পারে (উপেক্ষা করা)। দর্শকরা তখনই সিনেমা হলে যাবেন যখন সিনেমার আবেগ তাঁদের মন স্পর্শ করবে। ‘ধুরন্ধর’ এবং ‘বর্ডার ২’ ঠিক সেই কাজটিই করেছে।”

সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেওয়ার কয়েক দিন আগে করণকে দেখা গিয়েছিল তাঁর প্রিয় বন্ধু রানি মুখোপাধ্যায়ের বলিউডে ৩০ বছর পূর্তি উদ্‌যাপনের একটি বিশেষ অনুষ্ঠানে। যশ রাজ ফিল্মস আয়োজিত সেই জমকালো আসরের সঞ্চালক ছিলেন করণ নিজেই। আপাতত নেটদুনিয়া থেকে দূরে থেকে নিজের জন্য কিছুটা সময় কাটাতে চান এই বিটাউন পরিচালক। তবে এই বিরতির পর তিনি নতুন কোনো বড় ঘোষণার প্রস্তুতি নিয়ে ফিরবেন কি না, সেদিকেই তাকিয়ে অনুগামীরা।