কাপুর ফ্যামিলির সদস্যর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন করণ জোহর! সেটাই ছিল প্রথম

সম্প্রতি টুইঙ্কল খান্না এবং কাজলের টক শোতে হাজিরক হয়েছিলেন করণ জোহর। সঙ্গে ছিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। আর সেখানেই ফস করে করণ বলে ফেললেন, ২৬ বছর বয়সেই প্রথমবার শারীরিক সম্পর্ক হয় আমার। তবে এখানেই শেষ করেননি করণ।

কাপুর ফ্যামিলির সদস্যর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন করণ জোহর! সেটাই ছিল প্রথম

|

Oct 22, 2025 | 7:17 PM

নিজের যৌনজীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলেন বলিউড ছবির জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহর। এই নিয়ে বিস্তারিত তিনি লিখেছিলেন, তাঁর আত্মজীবনী অ্য়ান আনসুইটেবল বয়-তেও। তবে এবার ক্যামেরার সামনে সোজা সাপটা বলে ফেললেন করণ। স্পষ্ট জানালেন, তাঁর প্রথম শারীরিক সম্পর্কের কথা!

ব্য়াপরটা একটু খোসলা করে বলা যাক। সম্প্রতি টুইঙ্কল খান্না এবং কাজলের টক শোতে হাজিরক হয়েছিলেন করণ জোহর। সঙ্গে ছিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। আর সেখানেই ফস করে করণ বলে ফেললেন, ২৬ বছর বয়সেই প্রথমবার শারীরিক সম্পর্ক হয় আমার। তবে এখানেই শেষ করেননি করণ। জাহ্নবীর সামনেই বলে ফেললেন, জাহ্নবী কাপুরের বাড়ির এক সদস্যের সঙ্গেই প্রথমবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি!

কাজল-টুইঙ্কলের এই টক শোয়ে ট্রুথ অ্য়ান্ড ডেয়ার খেলায়, করণকে বলা হয় তাঁর জীবনের সবচেয়ে মুখরোচক কোনও গল্প বলতে। সেখানেই করণ বলেন, ২৬ বছর বয়সে প্রথমবার কারও সঙ্গে সেক্স করেছিলাম। আর তাও আবার কাপুর ফ্য়ামিলির মেম্বারের সঙ্গে।

করণের মুখে এমন কথা শুনে একেবারে হতবাক জাহ্নবী। তারপরই বোমা ফাটলেন পরিচালক নিজে। করণ বলেন, ২৬ বছরের কাণ্ডটা সত্যি, কিন্তু কাপুর ফ্যামিলির ঘটনাটা সত্যি নয়। আসলে আমি মাঝে মধ্যেই এমন কল্পনা করি। আর সেটাই বললাম! করণের এমন কথা শুনে হেসে কুপোকাত টুইঙ্কল ও কাজল।