ফের নাবিকের ভূমিকায় অবতীর্ণ হলেন প্রযোজক-পরিচালক করণ জোহর। তাঁর প্রযোজনা সংস্থা ধর্ম থেকে লঞ্চ করতে চললেন আরও এক স্টারকিড। এর পরেই স্বজনপোষণ বিতর্কে আরও একবার উত্তাল নেটপাড়া। নেটিজেনদের একাংশের মন্তব্য, “করণ, আবার?”
করণের হাত ধরে যে স্টারকিড পা রাখতে চলেছেন বলিউডে তিনি হলেন শানায়া কাপুর। পরিচয় সঞ্জয় কাপুর এবং মাহেপ কাপুরের মেয়ে। সোমবার নিজের ইনস্টাগ্রাম থেকে সে কথা শেয়ার করে করণ লেখেন, “আমাদের ধর্ম ফ্যামিলিতে আরও এক সুন্দর সংযোজন। ওর কাজ করার ইচ্ছে, অধ্যবসায়, কঠোর পরিশ্রম দেখে সত্যিই খুব ভাল লাগছে।” করণ জানান এ বছরের জুলাই থেকেই শুরু হবে সানায়ার নতুন ছবির শুটিং।
করণের শেয়ার করা ভিডিয়ো নিজের প্রোফাইলেও শেয়ার করে সানায়া লিখেছেন, “এত সুন্দর একআট খবরে ঘুম ভাঙল। প্রথম ছবির জন্য ভীষণ উত্তেজিত। স্টে টিউন্ড।” শানায়ার পোস্টে কমেন্ট করেছেন তাঁর প্রিয়বন্ধু শাহরুখ কন্যা সুহানা খানও। বন্ধুর খবরে তিনি যে খুশি তা বুঝিয়ে দিয়েছেন কমেন্টের মাধ্যমে। সানায়া যে বলিউডে পা রাখতে চলেছেন তার আঁচ বেশ কিছু দিন ধরেই পাওয়া যাচ্ছিল। হঠাৎ করেই তাঁর ইনস্টাগ্রাম জনসাধারণের জন্য খুলে দেওয়া, তাতে ব্লু টিক এবং নিত্যনতুন ছবি পোস্টই জানান দিচ্ছিল, কিছু একটা ঘটতে চলেছে। সেই খবরেই এবার পড়ল শিলমোহর।
কিন্তু নেট মাধ্যমে নিন্দা যেন থামছেই না। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের স্বজনপোষণ বিতর্কে যে মানুষটির নাম বারেবারেই জড়িয়েছে তিনি করণ জোহর। প্রতি বছর তাঁর এই স্টারকিডকে সুযোগ দেওয়া যে আদপে সাধারণ পরিবারের গুণী ছেলেমেয়েদের এগিয়ে যাওয়ার পথে অন্তরায় সে কথাই বারেবারে বলেছিলেন নেটিজেন থেক সমাজের বিভিন্ন মহল। করণকে নিয়ে একের পর এক ট্রোলিং, মিমে ছয়লাপ ছিল সোশ্যাল মিডিয়া। এমন অবস্থায় পৌঁছে গিয়েছিল গোটা ঘটনা যে ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন বন্ধ করে রাখতে বাধ্য হয়েছিলেন পরিচালক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বিতর্ক ফিকে হতেই করণের আবারও স্টারকিড লঞ্চের ঘোষণা যেন সেই বিতর্ককেই উস্কে দিল আরও একবার।
বেস্টফ্রেন্ড সুহানা বিদেশে অ্যাক্টিং স্কুলে প্রশিক্ষণ নিলেও শানায়া নেননি। কারণ হিসেবে বাবা সঞ্জয় কাপুর এক সাক্ষাৎকারে বলেছিলেন, “শানায় আমায় বলে ফিল্ম স্কুলে যাওয়া মানে তিন বছর নষ্ট করা। তিন দিন ক্লাস আর বাকি সময়টা পার্টি।” ইন্ডাস্ট্রিতে তিন স্টারকিড বন্ধু সুহানা, শানায়া এবং অনন্যার মধ্যে একজন কাজ করছেন, অন্যজন করতে চলেছেন। আর সুহানা? খবর , তাঁর ভাগ্যেও নাকি শিকে ছিঁড়তে চলেছে খুব শিগগির।