অনেকটা ‘লাস্ট স্টোরিজ’ কিংবা ‘ঘোস্ট স্টোরিজ’-এর মতো। চারজন পরিচালক। চারটে ছোট গল্প মিলে একটি ফিল্ম।
তবে নেটফ্লিক্সের নতুন ‘অ্যান্থলজি’একটু আলাদা। ‘লাস্ট স্টোরিজ’-এর মতো নিটোল প্রেমও নেই আবার ‘ঘোস্ট স্টোরিজ’-এর মতো হাড় হিম করা ভৌতিক অনুভূতি নেই। নেটফ্লিক্স আসন্ন এই নতুন ছবির টিজার দেখে যা বোঝা গেল, ‘অজীব দাস্তানস’-এ রয়েছে ঈর্ষা, অধিকারবোধ, কুসংস্কার এবং টক্সিসিটির মিশেল যা মানবিক সম্পর্কের পরতে পরতে কখনও প্রত্যক্ষ তো কখনও পরোক্ষভাবে ফুটে। ৫৮ সেকেন্ডের টিজারে ধরা দিল সম্পর্কের সব অনুভূতির চিত্ররূপ। জীবনের ঠিক-বেঠিকের রেখা একেবারে ঝাপসা করে দিল করণ জোহরের ‘ধর্মাটিক এন্টারটেনমেন্ট’ প্রযোজিত ‘অজীব দাস্তানস’।
চার ভিন্নধর্মীয় ছোট গল্পের পরিচালনার দায়িত্বে রয়েছেন শশাঙ্ক খৈতান, রাজ মেহতা, নীরজ ঘেওয়ান এবং কায়োজ ইরানি। পরিচালনায় যেমন বৈচিত্র রয়েছে, তেমন গোটা ফিল্মে ধরা পড়েছে অনসম্বল কাস্ট। অভিনয়ে রয়েছেন, ফাতিমা সানা শেখ, জয়দীপ আহলাওয়াট, নুসরত বুরুচা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইনায়াত ভর্মা, কঙ্কনা সেন শর্মা, অদিতি রাও হায়দারি, শেফালি শাহ, মানব কৌল এবং টোটা রায়চৌধুরি।
It’s here… A collaborative effort, yet uniquely individual. Presenting #AjeebDaastaans with 4 exceptionally talented #DirectorsOfDharma, coming together to weave 4 individual stories that are stranger than reality itself. pic.twitter.com/GMIaJc0QPp
— Karan Johar (@karanjohar) March 19, 2021
করণ জোহর টুইটারে ‘অজীব দাস্তানস’-এর টিজার শেয়ার করে ক্যাপশনে লেখেন, “কোলাবরেটিভ প্রচেষ্টা, তাও স্বতন্ত্রভাবে পৃথক’। আগামী ১৬ এপ্রিল নেটফ্লিক্সে রিলিজ হতে চলেছে ‘অজীব দাস্তানস’।
অনেকটা ‘লাস্ট স্টোরিজ’ কিংবা ‘ঘোস্ট স্টোরিজ’-এর মতো। চারজন পরিচালক। চারটে ছোট গল্প মিলে একটি ফিল্ম।
তবে নেটফ্লিক্সের নতুন ‘অ্যান্থলজি’একটু আলাদা। ‘লাস্ট স্টোরিজ’-এর মতো নিটোল প্রেমও নেই আবার ‘ঘোস্ট স্টোরিজ’-এর মতো হাড় হিম করা ভৌতিক অনুভূতি নেই। নেটফ্লিক্স আসন্ন এই নতুন ছবির টিজার দেখে যা বোঝা গেল, ‘অজীব দাস্তানস’-এ রয়েছে ঈর্ষা, অধিকারবোধ, কুসংস্কার এবং টক্সিসিটির মিশেল যা মানবিক সম্পর্কের পরতে পরতে কখনও প্রত্যক্ষ তো কখনও পরোক্ষভাবে ফুটে। ৫৮ সেকেন্ডের টিজারে ধরা দিল সম্পর্কের সব অনুভূতির চিত্ররূপ। জীবনের ঠিক-বেঠিকের রেখা একেবারে ঝাপসা করে দিল করণ জোহরের ‘ধর্মাটিক এন্টারটেনমেন্ট’ প্রযোজিত ‘অজীব দাস্তানস’।
চার ভিন্নধর্মীয় ছোট গল্পের পরিচালনার দায়িত্বে রয়েছেন শশাঙ্ক খৈতান, রাজ মেহতা, নীরজ ঘেওয়ান এবং কায়োজ ইরানি। পরিচালনায় যেমন বৈচিত্র রয়েছে, তেমন গোটা ফিল্মে ধরা পড়েছে অনসম্বল কাস্ট। অভিনয়ে রয়েছেন, ফাতিমা সানা শেখ, জয়দীপ আহলাওয়াট, নুসরত বুরুচা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইনায়াত ভর্মা, কঙ্কনা সেন শর্মা, অদিতি রাও হায়দারি, শেফালি শাহ, মানব কৌল এবং টোটা রায়চৌধুরি।
It’s here… A collaborative effort, yet uniquely individual. Presenting #AjeebDaastaans with 4 exceptionally talented #DirectorsOfDharma, coming together to weave 4 individual stories that are stranger than reality itself. pic.twitter.com/GMIaJc0QPp
— Karan Johar (@karanjohar) March 19, 2021
করণ জোহর টুইটারে ‘অজীব দাস্তানস’-এর টিজার শেয়ার করে ক্যাপশনে লেখেন, “কোলাবরেটিভ প্রচেষ্টা, তাও স্বতন্ত্রভাবে পৃথক’। আগামী ১৬ এপ্রিল নেটফ্লিক্সে রিলিজ হতে চলেছে ‘অজীব দাস্তানস’।