তৈমুর এ বার দাদা, মা হলেন করিনা কাপুর খান

মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে গতকাল রাতেই ভর্তি হয়েছিলেন করিনা কাপুর খান।

তৈমুর এ বার দাদা, মা হলেন করিনা কাপুর খান
সইফ আলি খান ও করিনা কাপুর

|

Feb 21, 2021 | 10:56 AM

সুখবর, দ্বিতীয়বার মা হলেন করিনা কাপুর।

কাপুর আর পতৌদি পরিবারে আজ খুশির হাওয়া। আজ ২১ ফেব্রুয়ারি রবিবার সকালে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন বেবো। ইতিমধ্যেই ভক্তদের শুভেচ্ছার ঢল উপচে পড়ছে করিনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সকাল থেকেই করিনার সঙ্গেই ছিলেন পরিবারের লোকেরাও। চতুর্থ বার বাবা হয়ে খুশি সইফও। সূত্রের খবর, গতকাল রাতেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেবো।

এর আগে গত মঙ্গলবার মুম্বইয়ের মাউন্ট মেরি চার্চে এক সঙ্গে হাজির হয়েছিলেন করিনার বাবা-মা রণধীর এবং ববিতা কাপুর। মেয়ে এবং তাঁর হবু সন্তানের জন্যই প্রার্থনা জানাতে গিয়েছিলেন তাঁরা।

গত বছর অগস্টে যখন ভরা লকডাউন, তখনই সোশ্যাল মিডিয়ায় আবারও মা হওয়ার খবর শেয়ার করেছিলেন করিনা। তখন থেকেই শুরু হয়েছিল কাউন্টডাউন। অবশেষে ঘরে এল নতুন অতিথি। যদিও প্রেগন্যান্ট অবস্থাতেও কাজ চালিয়ে গিয়েছেন করিনা। করেছেন আসন্ন ছবির শুটিং। করেছেন বিজ্ঞাপনী প্রচারও।

করিনার প্রথম সন্তান তৈমুর জন্ম থেকেই পাপারাৎ‌জিদের নজরে। দ্বিতীয় সন্তানকে ফ্ল্যাশলাইট থেকে দূরেই রাখতে চান তিনি। এমনটাই জানিয়েছিলেন করিনা।

এছাড়াও ২০২১ এই প্রকাশিত হতে চলেছে করিনা কাপুরের প্রথম প্রেগন্যান্সি সংক্রান্ত বই ‘Kareena Kapoor Khan’s Pregnancy Bible’।