সদ্য দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। ছেলে নিয়ে বাড়িও ফিরেছেন। কিন্তু তাতে থেমে নেই তাঁর সোশ্যাল অ্যাকটিভিটি। সোশ্যাল মিডিয়ায় তুমুল অ্যাকটিভ নায়িকা। দ্বিতীয় সন্তানের জন্মের পর প্রথম সোশ্যাল পোস্ট সইফ আলি খানের (Saif ali khan) জন্যই তিনি করেছিলেন বটে। সইফের আগামী ছবি ‘ভূত পুলিশ’-এর প্রচার করেছিলেন বেবো। তবে এবার আরও এক প্রিয় মানুষের জন্য এল করিনার পোস্ট।
সেই ভালবাসার মানুষের জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন করিনা। তিনি লিখেছেন, ‘সেরা মানুষ সইফ নয় বন্ধুরা… অনিতা, আমার ভালবাসা…।’ কে এই অনিতা? যাঁকে সইফের থেকেও বেশি ভালবাসেন করিনা?
করিনার ইনস্টা স্টোরি।
সূত্রের খবর, ইনি বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অনিতা শ্রফ আদাজানিয়া। অনিতার জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে, সইফের সঙ্গে তাঁর একটি পুরনো ছবি ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন তিনি। আর সেখানেই জানিয়েছেন নিজের ভালবাসার কথা।
আপাতত পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন সইফ আলি খান। স্ত্রী এবং সন্তান এখন তাঁর প্রায়োরিটি। আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং প্রেগন্যান্সি পিরিয়ডেও শেষ করে ফেলেছেন করিনা। বাড়ি থেকেও বেশ কিছু কাজ করেছেন তিনি। আপাতত কয়েকদিনের বিরতি। দুই ছেলেকে নিয়ে সময় কাটাবেন। তবে দ্রুত ফ্লোরে ফিরতে চান নায়িকা।
আরও পড়ুন, একমাত্র বিজেপির সঙ্গেই আমার বিশ্বাস মিলেছে: পায়েল সরকার