
পরিচালক সুমন ঘোষের হাত ধরে প্রায় ১৪ বছর পর বাংলা সিনেমার পর্দায় ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ছবির নাম পুরাতন। শুক্রবার মুক্তি পাওয়া এই ছবিতে শর্মিলার সঙ্গে রয়েছেন টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত ও অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। তবে ঋতুপর্ণা এই ছবির শুধুমাত্রই অভিনেত্রী নয়, প্রযোজকও বটে। আর পুরাতন ছবিতে শর্মিলার মেয়ের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। মা-মেয়ের সম্পর্কের সমীকরণকে নিয়ে পুরাতন ছবির গল্প তৈরি করেছেন পরিচালক সুমন।
তবে নতুন গপ্পোটা একেবারেই মা-মেয়ের নয়। বরং শাশুড়ি ও বউমার। করিনা-শর্মিলার। ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা ও ইন্দ্রনীল সেনগুপ্তর ছবিকে শুভেচ্ছা জানিয়েছেন খোদ শর্মিলার বউমা করিনা কাপুর খান। তবে শুধুই শুভেচ্ছা দেননি। সঙ্গে শাশুড়ির চিয়ার লিডার হলেন করিনা।
ঋতুপর্ণা সেনগুপ্ত ইনস্টাগ্রামে করিনার একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে করিনা শাশুড়ির প্রশংসায় একেবারে পঞ্চমুখ। করিনা জানালেন, ১৪ বছর পর বাংলা সিনেমায় আমার শাশুড়ি শর্মিলা ঠাকুর। যিনি বাংলার আসল বাঘিনী এবং ভবিষ্যতেও তিনি থাকবেন। পুরাতন টিমকে অসংখ্য শুভেচ্ছা।