তাঁর মাখন রঙা ত্বক। উত্তরাধিকার সূত্রেই পাওয়া। তিনি অর্থাৎ করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। পেশার খাতিরেই ত্বকের পরিচর্যা করতে হয় তাঁকে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে আরও সুন্দর হয়েছেন। কিন্তু সেই ফর্সা ত্বক এ বার একটু বদলাতে চান বেবো। মাখন রঙা ত্বক নয়, বরং রোদে পোড়া ট্যান হয়ে যাওয়া ত্বক নাকি এখন তাঁর পছন্দ!
আসলে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন করিনা। ত্বক ঈষৎ রোদে পোড়া। ক্যাপশনে লিখেছেন, ‘আমার ট্যান দরকার। ওয়ার্কআউট করতে যাচ্ছি।’
ওয়ার্কআউট করে নিজেকে ফিট রাখেন করিনা। একই সঙ্গে ত্বকও ট্যান করিয়ে নিচ্ছেন। তবে নায়িকার এই বিচিত্র শখ কেন হল, তা অবশ্য খোলসা করে জানাননি।
গত ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন করিনা। সদ্য জিমে দেখা গিয়েছে তাঁকে। দ্রুত ফ্লোরে ফিরতে চান নায়িকা। কিন্তু মুম্বইতে একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। আলিয়া ভাট, অক্ষয় কুমার, বাপ্পি লাহিড়ি, ক্যাটরিনা কাইফ, ফতিমা সানা শেখ, ভিকি কৌশলের মতো তারকারা আক্রান্ত হওয়ার খবর নিজেরাই সোশ্যাল ওয়ালে শেয়ার করছেন। করোনার দ্বিতীয় ওয়েভের মুখে দাঁড়িয়ে গোটা বিশ্ব। দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। এমনটাই মনে করছেন চিকিৎসকদের বড় অংশ। সে কারণেই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার সতর্কতা দেওয়া হচ্ছে সব মহলে। এই পরিস্থিতিতে অনুরাগীদের সতর্ক করতে চেয়েছেন করিনাও।
আরও পড়ুন, মোবাইল, টিভি থেকে ছেলেকে দূরে রাখতে কী করলেন পূজা?