Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মা’ হওয়ার দু’দিন আগেও শুটিংয়ে বেরলেন করিনা!

অভিনেত্রী তাঁর ছবি লাল সিং চড্ডার শুটিং শেষ করে একের পর এক শুট করেছেন। দ্বিতীয়বার মা হওয়ার মধ্যে কি কোনও আলাদা অনুভূতি প্রসঙ্গে করিনা বলেন, “আমার ধারণা আমি এবার আরও প্রস্তুত এবং আত্মবিশ্বাসী। প্রথমবার আমি বেশ নার্ভাস ও উদ্বেগজনক ছিলাম। এবার আমি শান্ত রয়েছি এবং ধন্যবাদ যে এখনও পর্যন্ত পাগল হয়ে যাচ্ছি না।"

‘মা’ হওয়ার দু’দিন আগেও শুটিংয়ে বেরলেন করিনা!
করিনা আজ বান্দ্রায়।
Follow Us:
| Updated on: Feb 13, 2021 | 3:35 PM

কথা ছিল পরিবারে নতুন অতিথি না আসা পর্যন্ত তিনি আর বেরবেন না। করিনার সেই ‘নতুন অতিথি’ আসতে আর মাত্র দুদিনের অপেক্ষা। অভিনেত্রী তাঁর প্রেগনেন্সি পিরিয়ডেও তাঁর কাজ চালিয়ে গিয়েছিলেন। তবে বেশ কিছুদিন আগে সব কাজ থেকে মুক্ত করেছিলেন নিজেকে। কিন্তু তা আর হল কই!

আরও পড়ুন ভ্যালেন্টাইনস ডে-তে ‘কোচ’ হয়ে সেটে নামছেন অজয় দেবগণ

শনিবার সকালে করিনাকে দেখা গেল বান্দ্রার ফ্ল্যাটের বাইরে দেখা গেল মা করিনাকে। পরনে লং হোয়াইট শার্ট ও ক্রিম রঙের ট্রাউজার্স আর পায়ে গোলাপি রঙের চপ্পল। সিঁড়ি দিয়ে নামার সময় বেশ সতর্ক ছিলেন করিনা, তা-ই হাত ছিল পেটের কাছে। শোনা যাচ্ছে কাজেই  বেরিয়েছেন করিনা।

kareena kapoor khan

নতুন অতিথি আসছে পতৌদি পরিবারে।

করিনা কাপুরের বাবা রনধীর কাপুর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “১৫ ফেব্রুয়ারির আগে পরে আসতে চলেছে।” অন্যদিক সইফ বলেছিলেন, ‘ফেব্রুয়ারির শুরুর দিকে’।

করিনা এবং তাঁর পরিবার রাজীব কাপুরকে হারিয়েছেন। রাজীব করিনার বাবা রনধীরের ভাই ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সে মারা যান রনধীর কাপুর।

প্রয়াত কাকার শেষকৃত্যর জন্য তাঁর গোটা পরিবারের সঙ্গে যোগ দিয়েছিলেন করিনা। মা ববিতা এবং বোন করিশমাও ছিলেন তাঁর সঙ্গে।

অভিনেত্রী তাঁর ছবি লাল সিং চড্ডার শুটিং শেষ করে একের পর এক শুট করেছেন। দ্বিতীয়বার মা হওয়ার মধ্যে কি কোনও আলাদা অনুভূতি প্রসঙ্গে করিনা বলেন, “আমার ধারণা আমি এবার আরও প্রস্তুত এবং আত্মবিশ্বাসী। প্রথমবার আমি বেশ নার্ভাস ও উদ্বেগজনক ছিলাম। এবার আমি শান্ত রয়েছি এবং ধন্যবাদ যে এখনও পর্যন্ত পাগল হয়ে যাচ্ছি না।”