অত্যাচার ভুলে ঘরে ফিরতে চেয়েছিলেন করিশ্মা! গোপনে সঞ্জয়কে নিয়ে গিয়েছিলেন গোয়াতেও, মিলল চাঞ্চল্যকর তথ্য

ব্যাপারটা একটি খোলসা করা যাক। শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যু হওয়ার পর থেকেই করিশ্মা ও তাঁর প্রাক্তন স্বামীকে নিয়ে আলোচনার শেষ নেই।

অত্যাচার ভুলে ঘরে ফিরতে চেয়েছিলেন করিশ্মা! গোপনে সঞ্জয়কে নিয়ে গিয়েছিলেন গোয়াতেও, মিলল চাঞ্চল্যকর তথ্য

|

Aug 07, 2025 | 3:00 PM

করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্য নিয়ে রোজই নতুন নতুন তথ্য় সামনে আসছে। বিশেষ সঞ্জয়ের বিপুল পরিমাণ সম্পত্তি ভাগাভাগি হওয়ার ঘটনা নিয়ে নানা জলঘোলা চলছে। সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া এবং প্রাক্তন স্ত্রী করিশ্মার মধ্যে কে পাবেন বেশি পরিমাণ সম্পত্তির ভাগ, তা নিয়ে নানা জল্পনা, কল্পনা হয়েই চলেছে। ঠিক এরই মাঝে ফাঁস হল এক নতুন তথ্য। আর সেই তথ্য ফাঁস করলেন করিশ্মার বোন করিনা কাপুর!

ব্যাপারটা একটি খোলসা করা যাক। শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যু হওয়ার পর থেকেই করিশ্মা ও তাঁর প্রাক্তন স্বামীকে নিয়ে আলোচনার শেষ নেই। প্রতিদিন নানা গুঞ্জন ছড়িয়ে পড়ছে বলিপাড়ায়। ঠিক এই সময় এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে এক গোপন তথ্য ফাঁস করলেন করিনা কাপুর।

করিনা জানান, ”করিশ্মা সঞ্জয়কে খুব ভালবাসত। সঞ্জয়ও তাই। সমস্যা তাঁদের মধ্যে হয়েছিল। তাই বিচ্ছেদ। কিন্তু কয়েক বছর ধরে ওরা দুজন ফের একসঙ্গে থাকার চেষ্টা করছিল। করিশ্মা চেয়েছিল ফের সঞ্জয়ের সঙ্গে সংসার করতে। নিজেদের মধ্যে সব ঠিকঠাক করতে সঞ্জয়কে নিয়ে গোয়াতেও গিয়েছিলেন করিশ্মা। লোকচক্ষুর আড়ালে গিয়ে সব ঠিক করতে চেয়েছিলেন দুজনে। তবে দেখুন, নিয়তি তো অন্য কিছুই লেগেছিল। সঞ্জয়ের মৃত্যুটা ভাবা যায় না। ”