কী কারণে ভাঙল অভিষেক-করিশ্মার সম্পর্ক? গোপন তথ্য ফাঁস করলেন কাপুর পরিবারের প্রিয়জন

যখন অভিষেক বচ্চনের সঙ্গে করিশ্মার সম্পর্কের চর্চা চারিদিকে। সেই সময় অভিষেক ও করিশ্মাকে খুবই কাছ থেকে দেখেছিলেন পরিচালক।

কী কারণে ভাঙল অভিষেক-করিশ্মার সম্পর্ক? গোপন তথ্য ফাঁস করলেন কাপুর পরিবারের প্রিয়জন

|

Jul 26, 2025 | 2:37 PM

করিশ্মা কাপুর ও তাঁর পরিবারের সঙ্গে দারুণ সম্পর্ক পরিচালক সুনীল দর্শনের। তাই করিশ্মা, করিনা ও তাঁর মা ববিতা কাপুরের স্ট্রাগলটা খুব কাছ থেকেই দেখেছেন সুনীলয। এমনকী, যখন অভিষেক বচ্চনের সঙ্গে করিশ্মার সম্পর্কের চর্চা চারিদিকে। সেই সময় অভিষেক ও করিশ্মাকে খুবই কাছ থেকে দেখেছিলেন পরিচালক। আর তাই তো সেই উষ্ণতা নিয়েই তৈরি হয় ‘হা ম্যায়নে ভি প্যার কিয়া হ্যায়’। কিন্তু সেই সম্পর্কে উত্তাপ থাকলেও, পরে তা টেকেনি। বরং যতদিন গিয়েছিল, ততই দূরত্ব বেড়েছিল অভিষেক ও করিশ্মার মধ্যে।

তা কেন ভাঙল করিশ্মা ও অভিষেকের প্রেম?

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সুনীল জানালেন, আসলে অভিষেক ও সুনীলের সম্পর্কটা চাইছিলেন না জয়া বচ্চন। কেননা, জয়ার ধারনা ছিল করিশ্মা তাঁর মায়ের মতোই সংসার ছেড়ে অন্য কোথাও গিয়ে উঠবেন। আর সেই কারণেই জয়া চাননি অভিষেক ও করিশ্মার বিয়ে হোক। এমনকী, ২০০২ সালে দুজনের বাগদানের খবর রটে গেলেও, বচ্চন পরিবারের অন্দরের নানা অশান্তির কারণেই পিছিয়ে আসেন করিশ্মা।