
প্রায় একসপ্তাহ হতে চলল করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর। কিন্তু তবুও সঞ্জয়ের শেষকৃত্য সম্পন্ন হল না। মুম্বইয়ে বসে প্রাক্তন স্বামীকে শেষ দেখা দেখতে পাওয়ার জন্য অপেক্ষায় করিশ্মা ও সঞ্জয়ের গোটা পরিবার। তা হঠাৎ এত বিলম্ব কেন? এর নেপথ্যে কি রয়েছে সঞ্জয়ের পরিবারে কোনও জটিলতা?
তথ্য অনুযায়ী, সঞ্জয় লন্ডনে থাকলেও, তিনি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। আর তাঁর মৃত্যু হয়েছে লন্ডনে। জানা গিয়েছে, নাগরিকত্ব ও মৃত্য়ুর স্থান নিয়ে জটিলতা থাকার জন্যই মুম্বইয়ে তাঁর মরদেহ ফেরাতে সমস্য়ার সম্মুখীন হচ্ছে সঞ্জয়ের পরিবার। আর সেই কারণেই দেরি।
প্রসঙ্গত, পোলো খেলতে খুবই ভালবাসতেন সঞ্জয়। যখনই সুযোগ পেতেন, তখনই পোলো খেলতে নেমে পড়তেন মাঠে। ১২ জুন বিকেলেও পোলো খেলতে গিয়েছিলেন সঞ্জয়। প্রয়াত সঞ্জয় কাপুরের ঘনিষ্ঠ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পোলো খেলার সময়ই হঠাৎই সঞ্জয়ের মুখে ঢুকে যায় একটি মৌমাছি। গলার ভিতরে গিয়ে কামড়েও দেয়। বিপদ বুঝে তৎক্ষণাৎ সঞ্জয়কে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে সঞ্জয়ের শরীরে বিষক্রিয়া শুরু। চিকিৎসকদের কথায়, এই বিষক্রিয়ার কারণেই হৃদরোগে আক্রান্ত হন সঞ্জয় কাপুর। তারপরই চোখের নিমিষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।