‘সঞ্জয় কাপুরের মৃত্যু স্বাভাবিক নয়!’ তথ্য সামনে আসতেই প্রাক্তন স্বামীর ৩০,০০০ কোটির সম্পত্তির ভাগ চাইছেন করিশ্মা?

ঠিক এরই মাঝে আচমকা ছেলে সঞ্জয়ের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন মা রানি কাপুর। তাঁর দাবি, সঞ্জয়ের মৃত্যু একেবারেই স্বাভাবিক নয়, সঞ্জয়কে হত্য়া করা হয়েছে।

সঞ্জয় কাপুরের মৃত্যু স্বাভাবিক নয়! তথ্য সামনে আসতেই প্রাক্তন স্বামীর  ৩০,০০০ কোটির সম্পত্তির ভাগ চাইছেন করিশ্মা?

|

Jul 28, 2025 | 2:03 PM

১২ জুন লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী শিল্পপতি সঞ্জয় কাপুর। সঞ্জয়ের মৃত্য়ুর পর থেকেই তাঁর ৩০,০০০ কোটির সম্পত্তি নিয়ে তুমুল জলঘোলা সঞ্জয়ের পরিবারের মধ্যে। বিশেষ করে সঞ্জয়ের দুই স্ত্রী প্রিয়া কাপুর ও করিশ্মা কাপুরের মধ্যে সম্পত্তি নিয়ে নানা বচসা। ঠিক এরই মাঝে আচমকা ছেলে সঞ্জয়ের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন মা রানি কাপুর। তাঁর দাবি, সঞ্জয়ের মৃত্যু একেবারেই স্বাভাবিক নয়, সঞ্জয়কে হত্য়া করা হয়েছে। সঙ্গে রানি কাপুর অভিযোগ তুলেছেন, তাঁকে প্রায় জোর করে কয়েকটি কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। আর তারপর থেকেই নাকি নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না সঞ্জয়ের মা।

এরই মাঝে বলিপাড়ায় রটে গিয়েছে, করিশ্মা কাপুর নাকি স্বামী সঞ্জয়ের ৩০,০০০ কোটি টাকার সম্পত্তিতে ভাগ চাইছেন। তবে এই খবর রটে গেলেও, করিশ্মার তরফ থেকে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি পাওয়া যায়নি।

করিশ্মার প্রাক্তন স্বামী তথা শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পরই শোনা গিয়েছিল তাঁর কোম্পানি সোনা কমস্টারের দায়িত্ব কাঁধে নিতে পারেন সঞ্জয় ও করিশ্মার মেয়ে সামাইরা। কিন্তু তেমনটা হয়নি বরং বর্তমান স্ত্রী প্রিয় কাপুরই সবটা দেখাশোনা করছেন। কারণ প্রিয়া এবং সঞ্জয়ের দুই সন্তান এখনও অনেকটা ছোট। এদিকে করিশ্মার সঙ্গে বিচ্ছেদের পর সামাইরা ও কিয়ানের পড়াশোনার জন্য ১৪ কোটি টাকার বন্ড কিনে রেখেছিলেন সঞ্জয়। তবে সেই সম্পত্তির কী হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।