মুম্বইয়ে বাড়ি বেচছেন করিশ্মা কাপুর, কত দামে জানেন?

Jan 16, 2021 | 2:30 PM

কাপুর পরিবারে হঠাৎ করেই বাড়ি কেনাবেচার হিড়িক পড়েছে।

মুম্বইয়ে বাড়ি বেচছেন করিশ্মা কাপুর, কত দামে জানেন?
প্রতীকী ছবি।

Follow Us

কাপুর পরিবারে হঠাৎ করেই বাড়ি কেনাবেচার হিড়িক পড়েছে। বিয়ে করবেন শীঘ্রই, তাই বেশ কয়েক মাস ধরেই বাড়ি খুঁজছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। অন্যদিকে দ্বিতীয় সন্তান আসার আগেই নতুন বাড়িতে সংসার গোছাতে শুরু করেছেন সইফ আলি খান এবং করিনা কাপুর। বি-টাউনের খবর, লিস্টে নাকি নয়া সংযোজন করিশ্মা কাপুর। তবে কেনাকাটি নয়, তিনি চাইছেন বাড়ি বিক্রি করতে। তা নিয়ে নাকি ইতিমধ্যেই। প্রস্তুতিও চলছে জোরকদমে। তবে বাড়ির দাম যা হাঁকিয়েছেন করিশ্মা তা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।

মুম্বইয়ের অভিজাত এলাকায় ‘রোজ কুইন’ অ্যাপার্টমেন্টের দশ তলায় বর্তমানে থাকেন করিশ্মা। এর আগে ২০১৮ সালে তাঁর বান্দ্রার বাড়ি প্রায় দেড় কোটি টাকায় বেচেছিলেন অভিনেত্রী। তবে এ বার নাকি তাঁর বিক্রয়মূল্য ছাপিয়ে গিয়েছে সবকিছু। মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বলছে বাড়ি বেচতে করিশ্মা দাম হাঁকিয়েছেন ১০ কোটি ১১ লক্ষ টাকা! শোনা যাচ্ছে, বোন করিনার নতুন বাড়িতেই নাকি পাকাপাকিভাবে শিফট করবেন করিশ্মা কাপুর।

মার্চে সন্তান আসার আগেই সইফ-করিনা তাঁদের ১১ বছরের সুখী গৃহকোণ ছেড়ে খুব শীঘ্রই শিফট করতে চলেছেন বান্দ্রার এক বিলাশবহুল বাসস্থানে। ওই বাড়ির ইন্টেরিয়রের দায়িত্ব পড়েছিল ডিজাইনার দরশিনী শাহ-র উপর। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, ওই নতুন বাড়িতে রয়েছে বেশ কিছু সাজানো বারান্দা, রয়েছে তৈমুরের জন্য আলাদা জায়গা, দ্বিতীয় সন্তানের জন্য আগাম তৈরি হয়েছে আস্ত একখানা নার্সারি। এ ছাড়া সুইমিংপুল, সাজানো ঘর-বাগান তো রয়েছেই। হাজার হোক ‘নবাব’ বলে কথা!

Next Article