ইনস্টা পোস্টে পজিটিভ সাইনসহ একটি ছবি পোস্ট করে কার্তিক লেখেন, ‘পজিটিভ হয়ে গিয়েছি। আশীর্বাদ করো।’ কোয়ারেন্টাইনে রয়েছেন কার্তিক কিন্তু বাড়িতেও সারাক্ষণ কি আর মন টেকে চনমনে অভিনেতার। করোনা আক্রান্ত হওয়ার পর প্রথম সেলফি পোস্ট করেন অভিনেতা। লাল টিশার্ট পরে কার্তিক। মুখের উপর পড়ছে পড়ন্ত রোদ। ছবিটি ছিল কোভিডের পর তাঁর প্রথম সেলফি। কিন্তু সেদিনের পর থেকে কী হল কার্তিকের? কোভিড আক্রান্ত হওয়ার পর কি সবই উল্টো দেখছেন অভিনেতা।
আরও পড়ুন দাদু ‘সুপারহিরো’, এবার ‘নায়ক’ নাতি
তার ইনস্টা পোস্ট অন্তত সেই কখাই বলছে। বাড়ির ছাদে উঠে মাথ নিচে পা উপরে করে দাঁড়িয়ে আচেন কার্তিক। ইংরেজিতে এই পোজিশনকে বলে হেডস্ট্যান্ড। লাল টি-শার্ট, ছাই রঙা চেন দেওয়া হুডি, জগার প্যান্ট পরে কার্তিক, পায়ে স্পোর্ট শু। পাশে পড়ে রয়েছে জিমিং ব্যাগ। ক্যাপশনে লেখেন, ‘কোভিডের পরে সবকিছু উল্টো দেখতে লাগছে। সুপ্রভাত’। কমেন্ট সেকশনে রয়েছে একতা কাপুরেরও কমেন্ট, তিনি লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।’
সত্যিই মাথা নিচে পা উপরে করে রাখলে পৃথিবী কি আর সোজা দেখাবে?
‘ভুল ভুলাইয়া-২’এর শুটিং করছিলেন অভিনেতা। তার মাঝেই কোভিডে আক্রান্ত হয়ে পড়েন তিনি। সব ঠিকঠাক থাকলে আগামী বছর নভেম্বরে মুক্তি পেত ছবি। ‘ভুল ভুলাইয়া-২’এর শুটিং শেষের পর ‘দোস্তানা-২’-এর শুটিং শুরু করার কথাও ছিল কার্তিকের। তবে একটা সুখবর, ‘ধামাকা’-তে এক নতুন অবতারে দেখা যাবে কার্তিককে। ‘ধামাকা’-র শুটিং শেষ করে ফেলেছেন কার্তিক।