তাঁর ঠোঁটে লেগে থাকে চওড়া স্মাইল এবং সোশ্যাল পোস্টে যেন মানুষ একটু হাসতে পারে এই চেষ্টাতে থাকেন কার্তিক আরিয়ান। গতকাল সন্ধেতেও এর অন্যথা হয়নি। ফ্যানদের হেয়ারস্টাইল নিয়ে এক ছোটখাটো আপডেটও দিয়ে দিলেন অভিনেতা। মানালিতে চলছে ‘ভুল ভুলাইয়া ২’-এর শুটিং। অভিনীত চরিত্রের সঙ্গে একাত্ম হতে চাইছেন কার্তিক। একটি ছবি পোস্ট করেন কার্তিক। তাতে দেখা যায় তাঁর হেয়ারস্টাইলিস্ট কাঁচি হাতে চুল কাটতে চলেছেন অভিনেতার। এক গাল হাসি মুখে দেখা যায় কার্তিককে, ছবির ক্যাপশানে লেখেন, ‘মানালি মে কাটেগা’ অর্থাৎ ‘মানালিতে ছাঁটতে হল’।
রাম মাধবনীর ছবি ‘ধামাকা’-তে অভিনয় করছিলেন কার্তিক। ছবির লুকে বেশ বড় চুলে দেখা গিয়েছিল কার্তিককে। তবে নতুন ছবির জন্য সে লুক একেবারেই যাবে না বলে ছাঁটতে হল কার্তিকের ঘন, লম্বা চুল! কার্তিক আরিয়ানের হেয়ারস্টাইল নিয়ে ইন্ডাস্ট্রিতে কম কথা হয় না। করণ জোহরের চ্যাট শো-তে তাঁর ‘মেসি’ হেয়ারস্টাইল নিয়েও প্রশ্ন ওঠে। তারপর থেকে তো হ্যাশট্যাগও চালু হয়ে যায় হ্যাশট্যাগ হেয়ারলাইককার্তিকআরিয়ান।
২০০৭ এর ছবি ‘ভুল ভুলাইয়া’ ছবির সঙ্গে নাম মিলে গেলেও পরিচালকের কথায় এ ছবি সিক্য়ুয়েল নয়, একেবারে অরিজিনাল স্ক্রিপ্টে বোনা হয়েছে ছবির গল্প। ২০০৭-এর ছবির সঙ্গে কি মিল আছে নতুন ‘ভুল ভুলাইয়া ২’র? পরিচালক এ প্রসঙ্গে বলেন, “নাম এক হলেও, দুটো গল্পই একেবারে আলাদা। শুধু দুটো গান নেওয়া হয়েছে অরিজিনাল ছবিটি থেকে। টাইটেল গান এবং বাংলা গানটি ছাড়া গোটা স্ক্রিপ্টটি একেবারে অরিজিনাল।”