নায়িকা নয়, এই পেশার মেয়েকেই বউ করবেন কার্তিকের মা!
বর্তমানে জেন-জি'য়ের পছন্দের অন্যতম নায়ক কার্তিক আরিয়ান। এবং তাঁর ভক্তসংখ্যাও অনেক। যদিও তাঁর সঙ্গে বিভিন্ন নায়িকার নাম জড়িয়েছে, কিন্তু কার্তিক নিজেকে সিঙ্গল বলেই দাবি করেছেন। তবে, তাঁর মা মালা আরিয়ান চান যে এবার তাঁর ছেলে বিয়ে করুক।

বর্তমানে জেন-জি’য়ের পছন্দের অন্যতম নায়ক কার্তিক আরিয়ান। এবং তাঁর ভক্তসংখ্যাও অনেক। যদিও তাঁর সঙ্গে বিভিন্ন নায়িকার নাম জড়িয়েছে, কিন্তু কার্তিক নিজেকে সিঙ্গল বলেই দাবি করেছেন। তবে, তাঁর মা মালা আরিয়ান চান যে এবার তাঁর ছেলে বিয়ে করুক। কপিল শর্মা শো-এ এসে মালা আরিয়ান তাঁর পছন্দের বৌমা সম্পর্কে মজার ছলে কিছু কথা শেয়ার করেছিলেন।
শো’য়ে কার্তিকের জন্য আয়োজিত এক স্বয়ম্বর সভায়, মালা আরিয়ান এক মহিলার পেশা জানতে চেয়েছিলেন। ওই মহিলা জানান, তিনি পেশায় ফিজিয়োথেরাপিস্ট। কার্তিকের মা খুব খুশি হয়ে বলেন, “ভালই হয়েছে, ফিজিওথেরাপিস্ট তো আমার ছেলের মাঝেমধ্যেই লাগে।” তিনি আরও জানান যে, তাঁর জন্য ডাক্তার বৌমাই পছন্দ। এভাবে মায়ের মুখে কার্তিকের জন্য বৌমার পছন্দ শোনা গিয়েছে, যা কপিল শর্মা শো-এ এক মজার মুহূর্ত সৃষ্টি করেছে।
অতীতে সারা আলি খান থেকে শুরু করে অনন্যা পাণ্ডে– সকলের সঙ্গেই নাম জড়িয়েছে কার্তিকের। যদিও অফিসিয়ালি কোনও সম্পর্কের কথাই স্বীকার করেননি তিনি। এখনও কার্তিকের দাবি, তিনি সিঙ্গল। প্রেমের ব্যাপারে নাকি ভাগ্য তাঁর উপর সদয় নয়। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘চান্দু চ্যাম্পিয়ন’। ওই ছবিতে তাঁর অভিনয় বেশ নজর কেড়েছে। তবে বক্স অফিসে ওই ছবি মোটামুটি পারফর্ম করেছে বলেই জানাচ্ছে হিসেব।





