বিকিনি পরা ছবি পোস্ট করে কাশ্মীরার আহ্বান, ‘আসুন, ট্রোল করুন…’

সাহসী পোশাকে ছবি পোস্ট করে আগেও বহুবার সমালোচনার মুখে পড়েছেন কাশ্মীরা। প্রশ্ন উঠেছে তাঁর বয়স নিয়েও। এ বার বিকিনি পরা নিজের একটি ছবি শেয়ার করলেন তিনি। যত খুশি ট্রোল করা হোক, একরকম ওপেন চ্যালেঞ্জ করলেন সমালোচকদের।

বিকিনি পরা ছবি পোস্ট করে কাশ্মীরার আহ্বান, ‘আসুন, ট্রোল করুন...’
কাশ্মীরা শাহ। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Updated on: May 06, 2021 | 7:09 PM

কাশ্মীরা শাহ (Kashmera Shah)। হিন্দি টেলিভিশনের (TV) জনপ্রিয় অভিনেত্রী (Actress)। অভিনয় প্রতিভা দিয়ে যেমন দর্শক মনে জায়গা করে নিয়েছেন কাশ্মীরা, তেমনই বরাবরই তাঁর স্পষ্টবাদীতার জন্যও তাঁকে পছন্দ করেন দর্শক। সোশ্যাল মিডিয়ায় নিজের বিভিন্ন ছবি শেয়ার করেন কাশ্মীরা। কখনও সাহসী পোশাকেও দেখা যায় তাঁকে। আর তা নিয়ে ট্রোলিং কম হয়নি। ট্রোলারদের একেবারেই পাত্তা দেন না অভিনেত্রী। বরং এ বার সরাসরি তাঁকে ট্রোল করার আহ্বান জানালেন।

সাহসী পোশাকে ছবি পোস্ট করে আগেও বহুবার সমালোচনার মুখে পড়েছেন কাশ্মীরা। প্রশ্ন উঠেছে তাঁর বয়স নিয়েও। এ বার বিকিনি পরা নিজের একটি ছবি শেয়ার করলেন তিনি। যত খুশি ট্রোল করা হোক, একরকম ওপেন চ্যালেঞ্জ করলেন সমালোচকদের।

কাশ্মীরা লিখেছেন, ‘আমাকে যথেষ্ট সমালোচনা করা হয়েছে। কিন্তু সবথেকে বেশি গলার জোর এখনও আমারই। আমিই আমার চিয়ারলিডার। সুতরাং এগিয়ে যান, ট্রোল করুন …।’

View this post on Instagram

A post shared by Kashmera Shah (@kashmera1)

কাশ্মীরার এই পোস্টে কমেন্ট করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। অঙ্কিতা লোখান্ডে লিখেছেন, ‘খুব অনুপ্রাণিত হলাম কাশ্মীরা। তোমার মতো যদি আমারও এমন চেহারা হত…।’ শুধু ইন্ডাস্ট্রির অন্দরে নয়। কাশ্মীরা প্রশংসা পেয়েছেন সাধারণ দর্শকের থেকেও।

রায়ান এবং কৃষাঙ্গ। দুই ছেলের মা কাশ্মীরা। কিন্তু তিনি নিজেকে এমন ভাবে মেনটেন করেন, যে তাঁকে দেখে বোঝার উপায় নেই। ফিট থাকাটা তাঁর রুটিন। প্রতিদিন সে কারণেই শারীরিক ব্যায়ামের পরামর্শ দিয়েছেন তিনি। আর সমালোচনায় কান না দিয়ে তাঁর মতো করে নিজের শর্তে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন, অভিনেত্রী বরখা সিংকে সকলে ‘ইয়ং করিনা’ বলে ডাকেন কেন?