হিন্দিতে ‘অন্ধাধুন’ করার পর ফের নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছিলেন পরিচালক শ্রীরাম রাঘবন। কাস্টিংয়েও ছিল চমক। ক্যাটরিনা কাইফ এবং দক্ষিণের সুপারস্টার বি়জয় সেতুপতিকে নিয়ে তিনি বানাচ্ছিলেন তাঁর নতুন ছবি। এই প্রথম ক্যাটরিনা এবং বিজয় জুটি বাঁধতে চলেছিলেন। এপ্রিল মাস থেকেই শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আপাতত অনির্দিষ্ট কালের জন্য ছবির শুটিং পিছিয়ে গেল।
সারা দেশে করোনা পরিস্থিতি এখন উদ্বেগজনক। হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। বলিউডে একেপ পর এক ছবির রিলিজ পিছিয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে শুটিং। একটা শুটিং মানে প্রচুর কলা-কুশলী। এত লোক নিয়ে এই মুহূর্তে শুটিং করা বেশ সমস্যাজনক। ‘ব্রহ্মাস্ত্র’, ‘পাঠান’, ‘যুগ যুগ জিও’-র মত অনেক ছবির শুটিং পিছিয়ে গিয়েছে। এই লিস্টে এবার নাম লেখাল শ্রীরাম রাঘবনের নতুন ছবি।
১৫ এপ্রিল থেকেই শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু শুটিং শুরু হওয়ার আগেই ক্যাটরিনা করোনায় আক্রান্ত হন। শুটিং পিছিয়ে দিতে বাধ্য হন পরিচালক। এরপর পরিস্থিতি ক্রমশ খারাপ হয়। এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে আর কোনও ভাবেই অত লোক নিয়ে শুটিং করা সম্ভব নয়। অন্যদিকে বিজয় দক্ষিণের অন্যতম ব্যস্ত হিরো। তিনি নতুন করে আবার কবে ডেটস দিতে পারবেন তা নিয়ে ধন্ধে পড়েছেন পরিচালক। এই মে মাস থেকেই অ্যামাজনের একটি ওয়েব সিরিজের জন্য তাঁর ডেটস দেওয়া আছে। বিজয় আবার কবে ডেটস দিতে পারবেন তা কেউ জানে না। তাই নতুন করে শুটিংয়ের চিন্তা এখন বিশ বাঁও জলে। অন্যদিকে ক্যাটরিনাও সলমন খানের সঙ্গে ‘টাইগার ৩’-এর শুটিং শেষ করতে পারেননি। করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন। ‘টাইগার ৩’-র শুটিংও ক্যাটরিনাকে শেষ করতে হবে।
আরও পড়ুন:করোনা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আলিয়া ভাট