বিয়ের পরেই বড় অঘটন! মুখ খুললেন কৌশাম্বী, ‘আর তো উপায় নেই… ‘

Aug 01, 2024 | 9:04 PM

তখনও হাতের মেহেন্দির রঙ ফিকে হয়ে যায়নি। কাটেনি অনুষ্ঠানের ঘোরও। এরই মধ্যে কৌশাম্বী চক্রবর্তীর জীবনে আচমকাই উঠেছিল ঝড়। বিয়ের এক মাসের মধ্যেই হঠাৎ করেই হারিয়েছিলেন তাঁর মাকে। ঘটনার আকস্মিকতায় নিজেকে কার্যত গুটিয়ে ফেলেছিলেন তিনি।

বিয়ের পরেই বড় অঘটন! মুখ খুললেন কৌশাম্বী, আর তো উপায় নেই...
কৌশাম্বী চক্রবর্তী।

Follow Us

তখনও হাতের মেহেন্দির রঙ ফিকে হয়ে যায়নি। কাটেনি অনুষ্ঠানের ঘোরও। এরই মধ্যে কৌশাম্বী চক্রবর্তীর জীবনে আচমকাই উঠেছিল ঝড়। বিয়ের এক মাসের মধ্যেই হঠাৎ করেই হারিয়েছিলেন তাঁর মাকে। ঘটনার আকস্মিকতায় নিজেকে কার্যত গুটিয়ে ফেলেছিলেন তিনি। এমনকি নিজের জন্মদিনও পালন করেননি সেভাবে। দিন কেটেছে, এগিয়েছে সময়। অবশেষে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন তিনি। পুরনো স্মৃতিকে আঁকড়ে আবারও ফিরছেন চেনা ছন্দে।

প্রায় এক মাস পর নিজের ছবি শেয়ার করে তিনি লেখেন, “তুমি জানোই না তুমি কতটা শক্তিশালী যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে শক্তিশালী হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না।” ছবিটি তাঁকে তুলে দিয়েছেন তন্বী লাহা রায়। ‘মিঠাই’ ধারাবাহিক করার সময় থেকেই তন্বী ও কৌশাম্বী বেশ ভাল বন্ধু। এখনও সেই বন্ধুত্ব অটুট দু’জনের। বহুদিন পর প্রিয় অভিনেত্রীকে ফিরে পেয়ে খুশি তাঁর ভক্তরাও। তিনি যাতে দ্রুত সব কিছু কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফেরেন সেই কামনাই করছেন সকলে।

গত মে মাসে আদৃত রায়কে বিয়ে করেন কৌশাম্বী। হনিমুনে গিয়েছিলেন গোয়া। সব চলছিল ভালোই। তবে এক মাসের মধ্যেই হঠাৎ করে চলে যান তাঁর মা। মায়ের মৃত্যুতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন তিনি। লিখেছিলেন, “কে বুঝবে মা তোমার মতো করে? কার কাছে আবদার করব? সব গল্প করব?” তবে এই কঠিন সময়ে অভিনেত্রীকে সামলে রাখছেন তাঁর আপনজন। তালিকায় স্বামী আদৃত তো আছেনই, এ ছাড়াও রয়েছেন ইন্ডাস্ট্রির বন্ধুরাও।

Next Article