ঋত্বিক চক্রবর্তী, টলিপাড়ার তুরূপের তাস। যে কোনও চরিত্রেই যে তিনি পারফেক্ট। নিজেকে ভেঙে গড়েছেন বারবার। বারবারই ঋত্বিক চক্রবর্তীর তকমা ছাপিয়ে হয়ে উঠেছেন চিত্রনাট্যের জীবন্ত চরিত্র। কখনও প্রেমিক ‘বাবাইদা’, কখনও আবার তিনি শব্দে-যব্দ ‘তারক দত্ত’। রাজ চক্রবর্তীর যে সন্তান ফিরিয়েছিলেন অধিকাংশ অভিনেতা, সেখানেও তিনিই সহায়। আর তেমনই এক অভিনেতাকে নিয়ে এ কী বলে বসলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়? বাংলার বুগে ‘মেথড অ্যাকটর’-এর থেকে ‘সিগনেচর অ্যাকটর’-এর দাপট বরাবরই বেশি। তবে যে গল্পে লেখকের কলমই নায়ক, সেখানে দাঁড়িয়ে ঋত্বিকরা এগিয়ে থেকেছেন যুগে যুগে। সেই ঋত্বিকের সঙ্গে কাজ করতে অস্বস্তি হয় কৌশিক গঙ্গোপাধ্যায়ের?
সম্প্রতি এক পডকাস্টে কৌশিক গঙ্গোপাধ্যায় এমনই মন্তব্য করে বসেন। তবে না, এই মন্তব্যে কোনও দূরত্ব নেই, বরং রয়েছে একরাশ শ্রদ্ধা, বিশ্বাস। ঋত্বিক চক্রবর্তীর প্রতি এক বিশেষ দূর্বলতা রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের। এই প্রসঙ্গে পরিচালককে প্রশ্ন করতেই তিনি স্পষ্ট উত্তর দেন, “কারণ ওর সঙ্গে অভিনয় করতে অস্বস্তি হয় বলে। খরাজ মুখোপাধ্যায় আরও একনাম। যিনি জলের মতো অভিনয় করেন। আমি যেটুকু বুঝি (এক এক মানুষের তো এক এ রকমের বোধ), অনেকেই ভারী গলায় কথা বলে অভিনয় করতে পছন্দ করেন, এটা তাঁদের ব্যক্তিত্ব। ঋত্বিক অ্যাকটর থেকে রিয়্যাকটর হয়ে যাচ্ছে দিন-দিন। অভিনয়ের মধ্যে ঋত্বিক ভীষণ সত্যি হয়ে উঠতে পারে । সমাজের এই বিভিন্ন পেশাগত খেলার বাইরে গিয়ে ঋত্বিকের আলাদা যে পরিচিতি সেটা আমাকে খুব আনন্দ দেয়, কারণ আমি এমনই।”
কৌশিক গঙ্গোপাধ্যায়ের ফ্রেমে একাধিকবার ঋত্বিক চক্রবর্তী বাজিমাত করেছেন। কখনও ‘জেষ্ঠ্যপুত্র’, কখনও আবার ‘নগরকীর্তন’। প্রতিটা চরিত্রেই প্রাণ ঢেলে অভিনয় করেছেন তিনি। আবার এই জুটিকে একসঙ্গে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-তে। তবে পরিচালক-অভিনেতা যুগলবন্দিতে নয়, বরং হবে সেয়ানে সেয়ানে লড়াই, হবে অভিনয়ে টক্কর।
ঋত্বিক চক্রবর্তী, টলিপাড়ার তুরূপের তাস। যে কোনও চরিত্রেই যে তিনি পারফেক্ট। নিজেকে ভেঙে গড়েছেন বারবার। বারবারই ঋত্বিক চক্রবর্তীর তকমা ছাপিয়ে হয়ে উঠেছেন চিত্রনাট্যের জীবন্ত চরিত্র। কখনও প্রেমিক ‘বাবাইদা’, কখনও আবার তিনি শব্দে-যব্দ ‘তারক দত্ত’। রাজ চক্রবর্তীর যে সন্তান ফিরিয়েছিলেন অধিকাংশ অভিনেতা, সেখানেও তিনিই সহায়। আর তেমনই এক অভিনেতাকে নিয়ে এ কী বলে বসলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়? বাংলার বুগে ‘মেথড অ্যাকটর’-এর থেকে ‘সিগনেচর অ্যাকটর’-এর দাপট বরাবরই বেশি। তবে যে গল্পে লেখকের কলমই নায়ক, সেখানে দাঁড়িয়ে ঋত্বিকরা এগিয়ে থেকেছেন যুগে যুগে। সেই ঋত্বিকের সঙ্গে কাজ করতে অস্বস্তি হয় কৌশিক গঙ্গোপাধ্যায়ের?
সম্প্রতি এক পডকাস্টে কৌশিক গঙ্গোপাধ্যায় এমনই মন্তব্য করে বসেন। তবে না, এই মন্তব্যে কোনও দূরত্ব নেই, বরং রয়েছে একরাশ শ্রদ্ধা, বিশ্বাস। ঋত্বিক চক্রবর্তীর প্রতি এক বিশেষ দূর্বলতা রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের। এই প্রসঙ্গে পরিচালককে প্রশ্ন করতেই তিনি স্পষ্ট উত্তর দেন, “কারণ ওর সঙ্গে অভিনয় করতে অস্বস্তি হয় বলে। খরাজ মুখোপাধ্যায় আরও একনাম। যিনি জলের মতো অভিনয় করেন। আমি যেটুকু বুঝি (এক এক মানুষের তো এক এ রকমের বোধ), অনেকেই ভারী গলায় কথা বলে অভিনয় করতে পছন্দ করেন, এটা তাঁদের ব্যক্তিত্ব। ঋত্বিক অ্যাকটর থেকে রিয়্যাকটর হয়ে যাচ্ছে দিন-দিন। অভিনয়ের মধ্যে ঋত্বিক ভীষণ সত্যি হয়ে উঠতে পারে । সমাজের এই বিভিন্ন পেশাগত খেলার বাইরে গিয়ে ঋত্বিকের আলাদা যে পরিচিতি সেটা আমাকে খুব আনন্দ দেয়, কারণ আমি এমনই।”
কৌশিক গঙ্গোপাধ্যায়ের ফ্রেমে একাধিকবার ঋত্বিক চক্রবর্তী বাজিমাত করেছেন। কখনও ‘জেষ্ঠ্যপুত্র’, কখনও আবার ‘নগরকীর্তন’। প্রতিটা চরিত্রেই প্রাণ ঢেলে অভিনয় করেছেন তিনি। আবার এই জুটিকে একসঙ্গে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-তে। তবে পরিচালক-অভিনেতা যুগলবন্দিতে নয়, বরং হবে সেয়ানে সেয়ানে লড়াই, হবে অভিনয়ে টক্কর।