Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘তোমার এক সতীন আছে’, হবু স্ত্রীকে প্রথম দিনই জানিয়েছিলেন খরাজ, তারপর…

Tollywood Gossip: কেবল অভিনেতাই নন, খরাজ মুখোপাধ্যায় ডাবিং স্টারও বটে। বলিউড থেকে টলিউডের বাঘাবাঘা অভিনেতাদের কণ্ঠস্বর ডাব করেছেন তিনি। কথায় কথায় জানালেন হবু স্ত্রীর সঙ্গে প্রথম দেখার কথা...

'তোমার এক সতীন আছে', হবু স্ত্রীকে প্রথম দিনই জানিয়েছিলেন খরাজ, তারপর...
Follow Us:
| Updated on: Jan 15, 2025 | 7:15 PM

টলিউড অভিনেতা খরাজ মুখোপাধ্যায় প্রথম থেকেই নিজের কেরিয়ার নিয়ে যথেষ্ট আশাবাদী। আর কেরিয়ার বলতে খরাজ মূলত বোঝেন থিয়েটারের মঞ্চে অভিনয়। থিয়েটরের প্রতি এই অমোঘ হাতছানি তিনি যে কখনওই এড়াতে পারেননি, তা সম্প্রতি খরাজ শেয়ার শেয়ার করেছেন একটি ভিডিয়ো সাক্ষাৎকারে। সন্দেশ টিভি-র ভিডিয়ো-সাক্ষাৎকার সিরিজ় ‘সোল কানেকশন’-এ উপস্থিত হয়ে নিজের এই থিয়েটার-প্রীতির কথা বলেছেন খরাজ। এই থিয়েটার-প্রীতির উদাহরণ দিতে গিয়ে খরাজ জানিয়েছেন, প্রথম দেখাতেই নিজের হবু স্ত্রীকে সাফ বলে দিয়েছিলেন তিনি: “তোমার জীবনে একটা সতীন আছে। এটা মাথায় রেখো।”

তার মানে কি হবু স্ত্রীর সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল খরাজের, তখন আর একটি সম্পর্ককে কেন্দ্র করে ‘সিরিয়াস’ ছিলেন তিনি? হ্যাঁ, একপ্রকার সিরিয়াস তো তিনি ছিলেনই। অন্তত ‘সোল কানেকশন’-এর সাক্ষাৎকার সে কথাই বলেছেন খরাজ। কী বলেছিলেন নিজের হবু স্ত্রীকে অভিনেতা? সাক্ষাৎকারে খরাজ জানিয়েছেন, তিনি স্পষ্ট করে দিয়েছিলেন বাস্তব ছবিটা। বলেছিলেন, “আজও আমি থিয়েটর নিয়ে সিরিয়াস। আমি যে দিন প্রথম বেড়িয়েছিলাম প্রতিভাকে নিয়ে সে দিনই জানিয়ে দিয়েছিলাম, তোমার জীবনে একজন সতীন আছে। এটা মাথায় রেখো।” প্রসঙ্গত উল্লেখ্য, এই সতীন আর কেউ নয়, থিয়েটারে অভিনয়।

নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে তাঁর কেরিয়ার এগোলেও কোথাও গিয়ে যেন খরাজ মুখোপাধ্যায় জানতেন, দিনের শেষে তাঁর মন কী চায়। যদিও থিয়েটরের মঞ্চ প্রাণ হলেও বড়পর্দা কিংবা ছোটপর্দা থেকেও মুখ ফিরিয়ে থাকেননি তিনি। একের পর এক ভাল ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।

তবে কেবল অভিনেতাই নন, খরাজ মুখোপাধ্যায় ডাবিং স্টারও বটে। বলিউড থেকে টলিউডের বাঘাবাঘা অভিনেতাদের কণ্ঠস্বর ডাব করেছেন তিনি। শো-এর সঞ্চালকের প্রশ্নে যখন উঠে আসে, খরাজ মুখোপাধ্যায় অভিনেতার চেয়েও অনেকাংশে কমেডিয়ানই, তখন কী হল? তাঁর উদ্দেশে সঞ্চালকের পরবর্তী প্রশ্ন: এটা নিয়ে কোনও আক্ষেপ হয় না? খরাজের ছিল, না। একদা তিনি একই প্রশ্ন করেছিলেন রবি ঘোষকে। তিনি অর্থাৎ রবি ঘোষ কোনও অসন্তোষ প্রকাশ করেননি। উল্টে খরাজকে রবি ঘোষ জানিয়েছিলেন, দৈনন্দিনের এত চিন্তার মাঝেও মানুষ যখন হঠাৎ আমায় দেখে হেসে ওঠে, সেটাই বড় আশীর্বাদ। সেটাই বড় শিক্ষা ছিল খরাজ মুখোপাধ্যায়ের কাছে।