বলিউডে (bollywood) ধীরে ধীরে নিজের পায়ের তলার জমি শক্ত করছেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। নিজের পারফরম্যান্স দিয়ে দর্শকের মন জয় করছেন। ‘কবীর সিং’, ‘গুড নিউজ’-এর মতো ভিন্ন ধারার চিত্রনাট্যে নিজেকে প্রমাণ করেছেন। ফলে অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিন অভিনেত্রীর জীবন কেমন, তা নিয়েও কৌতূহল রয়েছে দর্শক মহলে।
সাক্ষাৎকারে বিভিন্ন রকম প্রশ্ন সামলাতে হয় সেলেবদের। সদ্য এক সাক্ষাৎকারে কিয়ারাকে তাঁর ডেটিং লাইফ নিয়ে প্রশ্ন করা হয়। কিয়ারা মজা করে বলেন, “আমার তখন ১৫, ১৬ বছর বয়স। খুব ছোট নই। নাইন বা টেনে পড়তাম।” তবে প্রথম ডেটে তাঁর সঙ্গী কে ছিলেন, তা খোলসা করেননি তিনি।
আরও পড়ুন, প্রচারে প্রমিতা চক্রবর্তী, রিল নাকি রিয়েল লাইফের ছবি?
এই মুহূর্তে ‘ভুল ভুলাইয়া ২’-এর শুটিং করছেন কিয়ারা। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘শেরশাহ’তেও দেখা যাবে নায়িকাকে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কিয়ারার ‘ইন্দু কি জওয়ানি’। আপাতত হাতে পর পর কাজ নায়িকার।
এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রিতে কিয়ারার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনও গুঞ্জন তৈরি হয়নি। তিনি ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে পছন্দ করেন। সে কারণেই নাকি ডেটিং নিয়ে প্রশ্নে প্রথমে থমকে গিয়েছিলেন। তবে ভক্তদের একেবারে নিরাশ করেননি। হেসে উত্তরও দিয়েছেন তিনি।