
২০২১ সালে আমির খান জানিয়েছিলেন, স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে তাঁর ছড়াছাড়ি হয়েছে। ডিভোর্স হচ্ছে তাঁদের। ১৫ বছরের দাম্পত্যের ইতি টানার সময় আমির বলেছিলেন যে, এ ছাড়াছাড়ি আসলে নতুন কিছুর শুরু। পুত্র আজ়াদের কো-প্যারেন্টিংয়ের কথা বলেছিলেন তাঁরা। ডিভোর্স হওয়ার পরও আমিরের সঙ্গ ত্যাগ করেননি কিরণ। ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে অসফল হওয়ার পর হতাশা কাটাতে কিরণ-আজ়াদকে নিয়েই আমেরিকায় গিয়েছিলেন আমির। আমির প্রযোজনা সংস্থা থেকেই তৈরি হয় কিরণের ‘লাপাতা লেডিস’। ফলে ছাড়াছাড়ি হয়েও সবকিছু শেষ হয়নি।
কেমন আছেন কিরণ? নিজের মুখেই জানিয়েছেন পরিচালক। তিনি জানিয়েছেন, আমিরের সঙ্গে ডিভোর্সের পরেও তিনি ভাল আছেন। এক সাক্ষাৎকারে কিরণ ব্যক্ত করেছেন, “আমিরের সঙ্গে ডিভোর্সের পরবর্তী অধ্যায় সুখেরই ছিল। আসলে সময়ের সঙ্গে পাল্টে যায় সম্পর্কের সমীকরণও। মানুষের চাহিদা পাল্টে যায়। আমি ভাল আছি। ডিভোর্সি হয়েও আমি সুখী।”
আমির খানের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার আগে অনেকগুলো বছর সিঙ্গল ছিলেন কিরণ। স্বাধীনতা উপভোগ করতেন তিনি। মাঝেমধ্যে একাও লাগত তাঁর। কিন্তু এখন যেহেতু আজ়াদ আছে সঙ্গে, আর সেই একাকীত্ব গ্রাস করতে পারে না কিরণকে। তাঁর অভিজ্ঞতা একটু অন্যরকম। ডিভোর্সের পরও আমিরের পরিবার কিরণের পাশে আছেন।