‘ফেসবুকে বীভৎস উল্লাস’, মনোজ মিত্রের মৃত্যু-গুজবে গর্জে উঠলে ভাই

Sep 23, 2024 | 9:59 PM

Manoj Mitra: মনোজ মিত্র গুরুতর অসুস্থ-- এ কথা মিথ্যে নয়। তাঁর হৃদযন্ত্রও প্রায় কাজ করছে না বললেই চলে, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এমনটাই। তবে না, বাঞ্ছারামের বাগান এখনও শুকিয়ে যাননি। নিজের সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন নাট্যজগতের এই কিংবদন্তী।

ফেসবুকে বীভৎস উল্লাস, মনোজ মিত্রের মৃত্যু-গুজবে গর্জে উঠলে ভাই

Follow Us

মনোজ মিত্র গুরুতর অসুস্থ– এ কথা মিথ্যে নয়। তাঁর হৃদযন্ত্রও প্রায় কাজ করছে না বললেই চলে, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এমনটাই। তবে না, বাঞ্ছারামের বাগান এখনও শুকিয়ে যাননি। নিজের সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন নাট্যজগতের এই কিংবদন্তী। এ দিন অর্থাৎ সোমবার সকাল থেকেই তাঁর মৃত্যুর ভুয়ো খবরে তোলপাড় হয় সামাজিক মাধ্যম। ভাই অমর মিত্র ফেসবুকে পোস্ট করে জানান, এমনটা সত্যি নয়। তবু গুজব থামেনি।

সন্ধে বাড়তেই আরও একবার তাঁর মৃত্যুর খবর নিয়ে শুরু হয় গুজব। এবার এই প্রসঙ্গেই গর্জে উঠলেন অমর মিত্র। ফেসবুকে তিনি লেখেন, “হিমাদ্রিকিশোর প্রতিবাদ করেছিলেন গুজবের। তাতে একজন বলেছে, আপনি চটিচাটা বলেই সংবাদ লুকিয়ে রাখছেন। ফেসবুকে বীভৎস উল্লাস।” তিনি আরও যোগ করেন, “সকাল থেকে কতবার বললাম মিথ্যা সংবাদ। তবু পোস্ট হয়েই যাচ্ছে। প্রতিবাদ করতে একজন উলটে আক্রমণ, শেষে লিখলেন, বাবা কী জমানা বড়দের। তিনি হতাশ হয়েছিলেন প্রতিবাদ করায়। আমার ভাষা খারাপ, ভদ্র নই, এসব বলে অপমান।”

এ দিন TV9 বাংলাকে বাবার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়েই নিজের বিরক্তি প্রকাশ করেন মেয়ে ময়ূরী। তিনি বলেন, “আমার বাবার সম্পর্কে অনেক ভুয়ো কথা রটছে। সম্প্রতি শুনতে পেলাম বাবাকে নাকি তাঁরই বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে। এটা কী ধরনের ভুলভাল কথা। আমি এখন বাবার বাড়িতেই আছি। সেখানে এ ধরনের কথা। সমাজমাধ্যমের পাতায় এমন কথা শুনে সেখানে আমরা বার বার লিখেছি যে এটা পুরো ভুল খবর। তার পরেও সেটা ছড়িয়ে পড়েছে। আমি খুবই বিরক্ত।”

Next Article