ভয়ঙ্কর ঝামেলা! শেষ পর্যন্ত ‘কহো না পেয়ার হ্যায়’ করেননি করিনা

‘কহো না পেয়ার হ্যায়’ ছবিটি বক্সঅফিসে দারুণ সফল হয়েছিল অন্যদিকে ‘রিফিউজি’ আশানুরূপ ফল করতে পারেনি। তবে ছবির জন্য সেরা ডেবিউ অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান।

ভয়ঙ্কর ঝামেলা! শেষ পর্যন্ত 'কহো না পেয়ার হ্যায়' করেননি করিনা
'কহো না পেয়ার হ্যায়' ছবিতে ছিলেন করিনা!
Follow Us:
| Updated on: Feb 26, 2021 | 1:09 PM

বলিউড ইন্ডাস্ট্রিতে কুড়ি বছর কাটিয়ে ফেললেন অভিনেত্রী করিনা কাপুর। তাঁর অভিনয় দক্ষতা দর্শকদের মন কেড়েছে। মাত্র ২০ বছর বয়সে করিনার ফিল্মি কেরিয়ার শুরু করেন। আপনারা সবাই জানেন যে অভিষেক বচ্চনের সঙ্গে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে করিনার সিনেমায় পদার্পণ।

কিন্তু আপনারা কি এটা জানেন, হৃত্বিক রোশন অভিনীত ‘কহো না পেয়ার হ্যায়’ ছবিই হতে পারত তাঁর বলিউড ডেবিউ?

 

আরও পড়ুন রেস্তোরাঁ থেকে বেরিয়ে ‘মবড’ হলেন দীপিকা, ব্যাগ নিয়ে চলল টানাটানি

 

সতেরো বছর বয়সে কলেজ ছেড়ে, তিনি কিশোর নমিত কাপুর অ্যক্টিং ইনস্টিটিউটে যোগ দেন। প্রশিক্ষণ চলাকালীন ‘কহো না পেয়ার হ্যায়’ ছবিতে মুখ্য ভূমিকায় করিনাকে কাস্ট করা হয়। রাকেশ রোশনের পুত্র হৃতিকের সঙ্গে বেশ কয়েকদিন ছবির শুটিংও করেন করিনা। তারপর হঠাৎ করে প্রোজেক্ট থেকে মুখ ফিরিয়ে নেন অভিনেত্রী। তবে ছবি বাতিল করার কারণের ব্যাপারে মুখ খোলেন করিনা। তিনি বলেন, ‘কহো না পেয়ার হ্যায়’-তে অভিনয় করে করিনার লাভের লাভ কিছুই হচ্ছিল না কারণ পরিচালকের ছেলে অর্থাৎ হৃত্বিক রোশনকেই দেওয়া হচ্ছিল গুরুত্ব।

 

 

পরে করিনা অভিষেক বচ্চন অভিনীত ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউড ডেবিউ করেন। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিয়ো প্রকাশ্যে আসে, সেখানে উল্লেখ করা হয়েছে যে হৃত্বিক রোশন এবং তাঁর মায়ের (ববিতা) সঙ্গে মতবিরোধের কারণে প্রোজেক্ট ছেড়ে বেরিয়ে আসেন করিনা।

‘কহো না পেয়ার হ্যায়’ ছবিটি বক্সঅফিসে দারুণ সফল হয়েছিল অন্যদিকে ‘রিফিউজি’ আশানুরূপ ফল করতে পারেনি। তবে ছবির জন্য সেরা ডেবিউ অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান।