কোয়েল মল্লিক, ২০২৪-এ দুর্গাপুজোর ঠিক আগেই দিয়েছিলেন সুখবর। দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। নিসপাল সিং রানে ও কোয়েলের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। তবে থেকেই অপেক্ষায় দিন গুনছিলেন সকলে। এবার এল খুশির খবর। ১৪ ডিসেম্বর, শনিবার তাঁর কোল আলো করে কন্যা সন্তানের জন্ম হল। এদিন সকালেই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। শুভেচ্ছাবার্তায় ভাসছে সোশ্যাল মিডিয়ার পাতা। মল্লিক পরিবারে খুশির হাওয়া। চলতি বছর ১০০ বছরে পড়েছে তাঁদের বাড়ির দুর্গাপুজো। সেখানেই দেখা গিয়েছিল অন্তঃসত্ত্বা কোয়েলকে। তারপরও বেশ কয়েকবার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় হবু মাকে। পুত্র সন্তানের জন্মের বেশ কয়েকবছর পর আবারও মা হওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। এবার পরিবারে এল কন্যা সস্তান।
প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। জুটির কোলে এসেছিল পুত্র সন্তান, কবীর। কবীরের বয়স এখন সাড়ে চার বছর। আবারও পরিবার পরিকল্পনা করেছিলেন তাঁরা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পথেই হাঁটাতে দেখা যায় কোয়েলকে। পুত্র সন্তান খানিক বড় হতেই দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা। দেবীপক্ষেই দিয়েছিলেন সুখবর। এবার মেয়ে, যদিও সন্তানের মুখ দেখাননি অভিনেত্রী। অনুরাগীরা অপেক্ষায় পলক গুনছেন।