Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুন্দরী নায়িকাকে ক্রমাগত ব্ল্যাকমেল, ‘অপরাধীর’ চেহারা ফাঁস কৌশানীর!

Koushani Mukherjee: কিছু মাস আগেই রাজ চক্রবর্তীর ওয়েব সিরিজ 'আবার প্রলয়'-এ এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ওই সিরিজেই প্রথম বার প্রশংসিত হয় কৌশানীর চরিত্রটিও।

সুন্দরী নায়িকাকে ক্রমাগত ব্ল্যাকমেল, 'অপরাধীর' চেহারা ফাঁস কৌশানীর!
'অপরাধীর' চেহারা ফাঁস কৌশানীর!
Follow Us:
| Edited By: | Updated on: Jan 29, 2024 | 7:20 PM

বয়স সবে ৩০ পার হয়েছে। তিনি সুন্দরী, অভিনয় নিয়ে আগে সমালোচিত হলেও, এখন সে জায়গাতেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। তিনি অর্থাৎ কৌশানী মুখোপাধ্যায়। সেই কৌশানীকেই কিনা ব্ল্যাকম্যাল! কে করেছেন জানেন? প্রমাণ দিয়ে ছবিসহ সবটা সামনে এনেছেন কৌশানী। একই সঙ্গে ব্ল্যাকমেল করার জন্য সেই ব্যক্তিকে দিয়েছেন বকাও।

ব্যক্তি না বলে বোধহয় কৌশানীর চোখের মণি বলাই ভাল। সে আর কেউ নয়, কৌশানীর আদরের পোষ্য ‘বাডি’। ব্যস্ত কৌশানী। হাতে তাঁর ভর্তি শিডিউল। কিন্তু কে শোনে কার কথা? বাডির একটাই দাবি সারাদিন নায়িকাকে সময় দিতে হবে তাঁকে। না দিতে পারলেই কান্না। এরকমই এক মিষ্টি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কৌশানী। লিখেছেন, “সারাদিন আমি কি তোমার সঙ্গে খেলব?” বাডির চোখ ছলছল, মুখ দিয়ে কান্নার আওয়াজ। কৌশানী কি আর চুপ থাকতে পারেন? বলেই ফেলেন, “আমায় ব্ল্যাকমেল করা হচ্ছে? এভাবে ব্ল্যাকমেল করবে তুমি আমাকে?” চারপেয়ে যদিও নাছোড়বান্দা। কৌশানী আর কি করে নিজেকে ধরে রাখতে পারেন? বকার সুরও নরম হয় তাঁর। বাডির ইচ্ছে মর্যাদা যে দিতেই হবে তাঁকে।

‘অপরাধীর’ চেহারা ফাঁস কৌশানীর

কিছু মাস আগেই রাজ চক্রবর্তীর ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এ এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ওই সিরিজেই প্রথম বার প্রশংসিত হয় কৌশানীর চরিত্রটিও। শুধু গ্ল্যামার কোশেন্ট ছেড়ে নিজেকে নতুন ভাবে তুলে ধরেছেন তিনি। শোনা যাচ্ছে, আগামী বছরেই বিয়ে করবেন তিনি। পাত্র অবশ্যই তাঁর বহুদিনের প্রেমিক বনি সেনগুপ্ত।