আপনার সঙ্গে নাচতে চান কৃতি শ্যানন! কিন্তু একটা শর্ত রয়েছে…

কৃতির হাতে এখন একটি পৌরাণিক ছবি রয়েছে। নাম ‘আদিপুরুষ’। সেখানে সীতার চরিত্রে অভিনয় করবেন তিনি। পরিচালকের আসনে থাকবেন ওম রাউত।

আপনার সঙ্গে নাচতে চান কৃতি শ্যানন! কিন্তু একটা শর্ত রয়েছে...
কৃতি শ্যানন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

|

Mar 26, 2021 | 8:44 PM

বলিউড (bollywood) যাঁদের দিকে তাকিয়ে থাকে, তাঁদের মধ্যে অন্যতম কৃতি শ্যানন (Kriti Sanon)। অভিনয় হোক বা সৌন্দর্য, তিনি অনেকেরই পছন্দের নায়িকা। এ হেন কৃতি আপনার সঙ্গে নাচতে চাইছেন। আপনি রাজি কি?

আহা! চমকে যাবেন না। সত্যিই আপনার সঙ্গে নাচতে চান কৃতি। অফার দিয়েছেন নায়িকা স্বয়ং। বিশ্বাস না হলে, চেক করতে পারেন নায়িকার ইনস্টাগ্রাম। তবে একটা শর্ত দিয়েছেন তিনি। সেই শর্ত পূরণ করতে পারলে মিলবে সুযোগ।

নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কৃতি। ফ্লোর লেন্থ ড্রেস, ভেজা চুল সঙ্গে একেবারে কম মেকআপে ক্যামেরার ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘সালসা এনিওয়ান?’

অর্থাৎ নাচের মুডে রয়েছেন কৃতি। কিন্তু যে কোনও নাচ নয়। তাঁর সালসা নাচার মুড হয়েছে। তিনি সকলকেই অফার করেছেন। শর্ত একটাই। সালসা নাচতে জানতে হবে। আপনি রাজি থাকলে ট্রাই করতে পারেন।

কৃতির হাতে এখন একটি পৌরাণিক ছবি রয়েছে। নাম ‘আদিপুরুষ’। সেখানে সীতার চরিত্রে অভিনয় করবেন তিনি। পরিচালকের আসনে থাকবেন ওম রাউত। এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করবেন প্রভাস এবং লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে সানি সিংকে। রাবণের ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে। জোরকদমে সেই ছবির প্রস্তুতি শুরু করেছেন কৃতি। এমন একটা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আপ্লুত তিনি। এছাড়াও তাঁর হাতে রয়েছে অমর কৌশিকের ‘ভেদিয়া’র মতো ছবি। সেখানে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কৃতি।

আরও পড়ুন, হুড খোলা জিপে নির্বাচনী প্রচারে নীল-তৃণা