‘৫ মিলিয়ান ডলার দিলেও এই কাজ করব না’, কোন প্রস্তাব ফেরান লতা?

Lata Mangeshkar: বিয়ে কিংবা জন্মদিনের পার্টি, মোটা টাকা দিলেই শাহরুখ থেকে সলমন হাজির। তবে সকলেই যে এই প্রস্তাব গ্রহণ করে থাকেন এমনটা নয়। স্থান কাল পাত্র দেখে তবেই নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেন তাঁরা।

৫ মিলিয়ান ডলার দিলেও এই কাজ করব না, কোন প্রস্তাব ফেরান লতা?

Feb 25, 2025 | 5:17 PM

ছবি-বিজ্ঞাপন ছাড়াও অভিনেতা অভিনেত্রীদের কাছে আরও এক কাজের প্রস্তাব থাকে, আর তা হল বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে অর্থের বিনিময়ে অংশগ্রহণ করা। যেমন বিয়ে কিংবা জন্মদিনের পার্টি, মোটা টাকা দিলেই শাহরুখ থেকে সলমন হাজির। তবে সকলেই যে এই প্রস্তাব গ্রহণ করে থাকেন এমনটা নয়। স্থান কাল পাত্র দেখে তবেই নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেন তাঁরা। তবে সেই প্রস্তাব গুচ্ছের গুচ্ছের লতা মঙ্গেশকরের কাছে থাকলেও তিনি কোনওদিন কোথাও যাননি।

একবার এক বড়লোক ব্যবসায়িক পরিবারের বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার প্রস্তাব দিয়েছিল লতার কাছে। তিনি সবটাই নাকচ করে দিয়েছিলেন। তাঁকে ৫১ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব দম্ভের সঙ্গে নাকচ করে দিয়েছিলেন লতা। এক রিয়্য়ালিটি শোয়ের মঞ্চে দাঁড়িয়ে লতার বোন আশা ভোঁসলে বলেছিলেন, “লতাদিদিকে একটি বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য এক মিলিয়ন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বলেছিলেন, ‘আমাকে পাঁচ মিলিয়ান ডলার দিলেও গাইব না।”

এমনই ছিলেন লতর। গাইতে-গাইতে অনেক তারকাই মঞ্চে নাচেন। লতাকে তেমনটা করতে দেখা যায়নি কোনওদিনই। সাধারণ শাড়ি পরে মঞ্চে উঠতেন। কপালে থাকত ছোট্ট টিপ। মাথার মাঝখানে সিঁথি কেটে দুটি বিনুনি বেঁধে মঞ্চে উঠে একের পর এক গান গাইতেন লতা। সঙ্গে থাকত অর্কেস্ট্রা। মঞ্চে নিজেকে কীভাবে উপস্থাপন করতে হয়, তা শুরু থেকেই জানতেন ‘ভারতের নাইটিংগেল’। বোন আশা সম্পর্কে একবার দুঃখপ্রকাশ করে লতা বলেছিলেন, “আমি ওর মতো নাচতে নাচতে গাইতে পারি না মঞ্চে। কী করব বলুন আমার ওটা আসে না।” সেই লতাকে বিয়ের প্রাইভেট পার্টিতে পারফর্ম করতে বলাই অলীক কল্পনা।