তিনি নেই তিন বছর। তবে তাঁর কাজ রয়ে গেছেন দর্শকের মনে। এবং তা আজীবন থেকে যাবে। ওম পুরী। জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রয়াত অভিনেতার শেষ অভিনীত ছবি রিলিজ হল গত ১৮ ডিসেম্বর। ছবির নাম ‘ওমপ্রকাশ জিন্দাবাদ’। সে ছবিতে তিনি একটি গানও গেয়েছেন। ‘উথবীর শূরবীর’। তাঁর ফিল্মি কেরিয়ারে প্রথম কোনও ছবিতে গান গেয়েছিলেন অভিনেতা ওম পুরী।
আরও পড়ুন লোকে ভাবে আমরা হোর্ডিং লাগাই
তাঁর গান নিয়ে কথা বললেন ‘ওমপ্রকাশ জিন্দাবাদ’-এর পরিচালক রঞ্জিত গুপ্তা, তিনি বলেন ”সুদীর্ঘ অভিনয় কেরিয়ারে প্রথম গান গেয়েছিলেন প্রয়াত অভিনেতা। যখন আমি এবং ছবির সুরকার বিপিন পাটওয়া তাঁর কাছে গানের গাওয়ার প্রস্তাবটি দিই, উনি বলেন যে তিনি গান গাইতে পারেন না। আমরা তাঁর কথা শুনিনি, এবং বেশ জোরাজুরি করে দুদিন গানের রিহার্সালেও বসাই।
রেকর্ডিংয়ের দিন তিনি ভীষণ নার্ভাস হয়ে পড়েন এবং স্টুডিও থেকে বেরিয়ে যান। আমরা ভীষণ আশাহত হই। কিন্তু দু’দিন পরে ওমজি ফোন করে বলেন, তিনি এখন রেডি এবং আমাদের স্টুডিও বুক করতেও বলেন। তিনি আসেন এবং কোনও রকমের ভুলত্রুটি ছাড়া গোটা গান রেকর্ডও হয়। পরে জানতে পারি গত দু’দিন তিনি সব শুটিং ক্যানসেল করে গানের রিহার্সাল করেছেন ওমজি।”
‘ওমপ্রকাশ জিন্দাবাদ’ গল্পে উঠে আসে উত্তর প্রদেশের চিরুনজি গ্রামের কথা। রাম ভজন, নিম্ন বর্গের এক দৈনিক মজুর বেশি অর্থ উপার্জন চেষ্টায় সরকারী প্রকল্পের অপব্যবহার করে। এবং জাতপাতের রাজনীতি-দুর্নীতির সম্মুখীন হন।
ছবির প্রযোজক খালিদ কিদওয়াই। পরিচালক রঞ্জিত গুপ্তা।‘ওমপ্রকাশ জিন্দাবাদ’-এ দুই প্রয়াত অভিনেতার শেষ ছবি। জগদীপ জাফরি এবং ওম পুরী। ছবিতে রয়েছেন কুলভূষণ খারবান্দা, ইশতিয়াক খান, জাকির হুসেন, সীমা আজমি, শ্বেতা ভরদ্বাজ, রাম সেঠি এবং রাজকুমার কনৌজি।
তিনি নেই তিন বছর। তবে তাঁর কাজ রয়ে গেছেন দর্শকের মনে। এবং তা আজীবন থেকে যাবে। ওম পুরী। জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রয়াত অভিনেতার শেষ অভিনীত ছবি রিলিজ হল গত ১৮ ডিসেম্বর। ছবির নাম ‘ওমপ্রকাশ জিন্দাবাদ’। সে ছবিতে তিনি একটি গানও গেয়েছেন। ‘উথবীর শূরবীর’। তাঁর ফিল্মি কেরিয়ারে প্রথম কোনও ছবিতে গান গেয়েছিলেন অভিনেতা ওম পুরী।
আরও পড়ুন লোকে ভাবে আমরা হোর্ডিং লাগাই
তাঁর গান নিয়ে কথা বললেন ‘ওমপ্রকাশ জিন্দাবাদ’-এর পরিচালক রঞ্জিত গুপ্তা, তিনি বলেন ”সুদীর্ঘ অভিনয় কেরিয়ারে প্রথম গান গেয়েছিলেন প্রয়াত অভিনেতা। যখন আমি এবং ছবির সুরকার বিপিন পাটওয়া তাঁর কাছে গানের গাওয়ার প্রস্তাবটি দিই, উনি বলেন যে তিনি গান গাইতে পারেন না। আমরা তাঁর কথা শুনিনি, এবং বেশ জোরাজুরি করে দুদিন গানের রিহার্সালেও বসাই।
রেকর্ডিংয়ের দিন তিনি ভীষণ নার্ভাস হয়ে পড়েন এবং স্টুডিও থেকে বেরিয়ে যান। আমরা ভীষণ আশাহত হই। কিন্তু দু’দিন পরে ওমজি ফোন করে বলেন, তিনি এখন রেডি এবং আমাদের স্টুডিও বুক করতেও বলেন। তিনি আসেন এবং কোনও রকমের ভুলত্রুটি ছাড়া গোটা গান রেকর্ডও হয়। পরে জানতে পারি গত দু’দিন তিনি সব শুটিং ক্যানসেল করে গানের রিহার্সাল করেছেন ওমজি।”
‘ওমপ্রকাশ জিন্দাবাদ’ গল্পে উঠে আসে উত্তর প্রদেশের চিরুনজি গ্রামের কথা। রাম ভজন, নিম্ন বর্গের এক দৈনিক মজুর বেশি অর্থ উপার্জন চেষ্টায় সরকারী প্রকল্পের অপব্যবহার করে। এবং জাতপাতের রাজনীতি-দুর্নীতির সম্মুখীন হন।
ছবির প্রযোজক খালিদ কিদওয়াই। পরিচালক রঞ্জিত গুপ্তা।‘ওমপ্রকাশ জিন্দাবাদ’-এ দুই প্রয়াত অভিনেতার শেষ ছবি। জগদীপ জাফরি এবং ওম পুরী। ছবিতে রয়েছেন কুলভূষণ খারবান্দা, ইশতিয়াক খান, জাকির হুসেন, সীমা আজমি, শ্বেতা ভরদ্বাজ, রাম সেঠি এবং রাজকুমার কনৌজি।