
তিনি গত হয়েছেন ২০২০ সালে। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেতা তাপস পালের। তাঁর হঠাৎ চলে যাওয়ায় সকল স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা টলিউড, তথা রাজনীতি মহল (তাপস এক সময় সাংসদ ছিলেন)। সেই তাপস পালের বাড়িতে শোকের ছায়া। তাঁর স্ত্রী নন্দিনী এবং কন্যা সোহিনী এযাবৎ পোষ্যদের নিয়েই মেতে থাকেন। সেই পোষ্যদের প্রাণ ছিলেন তাপস নিজেও। তাঁদেরই একজন গত হয়েছে গত রবিবার। হৃদয় নিংড়ানো পোস্ট করেছেন তাপস পালের স্ত্রী নন্দিনী পাল মুখোপাধ্যায়।
তাপসের যে পোষ্য সারমেয়র মৃত্যু হয়েছে, তাকে আদর করে হুম্বি মা বলে ডাকতেন নন্দিনী। হুম্বি একাধিক ছবি পোস্ট করে নন্দিনী লিখেছেন, “আমার প্রিয় হুম্বি মা। যে মুহূর্তে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমার হৃদয়ে এবং আমার আত্মা আলাদা হয়ে গিয়েছে। আমার হৃদয়ে উঁকি দিচ্ছে নানা স্মৃতি। আমার আত্মা একাত্ম ছিল তোমার সঙ্গে।”
রবিবার (২ জুন, ২০২৪) দুপুরবেলায় হুম্বিকে সমাধিস্থ করেছেন নন্দিনী। লিখেছেন, “এই দুপুরে তোমাকে সমাধিস্থ করে বাড়ি ফিরতে পারছিলাম না। চোখ থেকে অঝোরে জল পড়ছিল। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তোমাকে বারবারই মনে পড়ছে। এবং বারবারই আমার হৃদয় ভাঙছে। এই ভাঙা হৃদয় আমি আমার শেষ দিন পর্যন্ত বহন করে বেড়াব। সারাটা জীবন তুমি আমার প্রিয় সন্তান হয়ে থাকবে। আমি জানি, জীবন নিজের ছন্দে এগিয়ে যাবে। কিন্তু তা কখনওই তুমি ছাড়া আগের মতো হবে না আর। সারাটা জীবন আমার একটি অংশ হয়ে থাকবে তুমি।”
স্বামী তাপস পালের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন নন্দিনী। তাঁর লেখনীতে স্বামীর কথা উল্লেখ করে লিখেছেন, “হুম্বি আমি জানি, এখন তুমি তোমার বাবানের (তাপস পাল) সঙ্গে অনেক আনন্দ করছ উপরে। তোমার সঙ্গে আমারও শিগগিরই দেখা হবে কোনও না-কোনও দিন। হুম্বি টিনা পাল, আমার সুন্দর কন্যা, সব সময় জানবে মা তোমাকে খুব ভালবাসে।”