
সালটা ১৯৯৭। মুক্তি পেল হলিউড ছবি টাইটানিক। অভিনয়ে লিওনার্দো ডি ক্যাপরিও ও কেট উনস্লেট। মুক্তির প্রথম সপ্তাহেই গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল এই ছবি। এখনও যদি গোটা বিশ্বের সেরা রোমান্টিক ছবির তালিকা তৈরি করা হয়, তাহলে টাইটানিকের নাম থাকবে সবার উপরে। হ্য়াঁ, ছবির গল্প, অভিনয়, সঙ্গীত একদিকে যেমন মন ছুঁয়ে গিয়েছিল। তেমনি ছবির ভিএফএক্স তাক লাগিয়ে দিয়েছিল। সেবার অস্কার মঞ্চে ছবির পরিচালক জেমস ক্যামেরুন পকেটে পুরে নিয়েছিলেন ১১ টা অস্কার! যা কিনা রীতিমতো রেকর্ড। আজও যখন ছবিটি টিভির পর্দায় বা ওটিটিতে দেখা যায়, অদ্ভুত এক নস্ট্যালজিয়ায় ভেসে যান অনেকেই। আর এবার সেই সাড়া জাগানো ছবিই বলিউডে! তাও আবার মাধুরী দীক্ষিত ও সলমনকে নিয়ে!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। AI -এর যুগে এখন সবই সম্ভব। AI এর ম্য়াজিকে দিন, কাল, সময় যেন ওলোট পালট হয়ে যায়। আর এই AI-এর জাদুতেই এবার টাইটানিকের জ্যাক ও রোজ হলেন সলমন-মাধুরী। বলিউড ছবির এক ভক্ত AI-এর সাহায্যে তৈরি করে ফেললেন বলিউডি টাইটানিকের ঝলক। যেখানে দেখা গেল সলমন ও মাধুরীকে। শুধু তাই নয়, রয়েছেন আমির খান, আদিত্য পাঞ্চলি, নাসিরুদ্দিন শাহ, অনুপম খের, সিমি গেরেওয়াল, ফরিদা জালালের মতো দাপুটে অভিনেতারা। AI দিয়ে তৈরি এই ভিডিও এই মুহূর্তে হইচই ফেলে দিয়েছে সোশাল মিডিয়ায়।
AI Is FANTASTIC 😍 Titanic in Bollywood Style Ft. Madhuri Dixit & Salman Khan 😍❤️🛳 pic.twitter.com/8jrTnQtJwS
— Rosy (@rose_k01) July 13, 2025