জগ্গু দাদার জন্মদিনে জেনে নিন তাঁর অজানা গল্প: দেখুন ছবি
চৌষট্টিতে পা দিলেন জ্যাকি শ্রফ। একরোখা, মাচো এবং ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড। আপাতত জ্যাকি ‘অতিথি ভুতো ভবঃ’র শুটিং নিয়ে ব্যস্ত। সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, “আমি চৌষট্টিতে পা দিচ্ছি? আমি ভাবলাম ছেচল্লিশ” জন্মদিনে তিনি শুটিং করবেন, বাচ্চাদের সঙ্গে সময় কাটাবেন এবং ডিনার সারবেন সপরিবারে। জ্যাকি ‘জগ্গু’ দাদার জন্মদিনে TV9 বাংলা খুঁজল তাঁর জীবনের অজানা গল্প।