প্রয়াত রাজীব কাপুরের মৃত্যুদিনে জেনে নিন তাঁর জীবনের অজানা গল্প, দেখুন গ্যালারি
অভিনেতা-প্রযোজক-পরিচালক রাজ কাপুরের কনিষ্ঠতম পুত্র রাজীব কাপুরের জীবনাবসানে শোকস্তব্ধ বলিউড। রনধীর কাপুর, ঋতু নন্দা, ঋষি কাপুর ও রিমা জৈনের ছোট ভাই রাজীবরে মৃত্যুর সময় বয় হয়েছিল আটান্ন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বর্ষীয়ান ঋষি কাপুরের স্ত্রী নিতু কাপুরের পোস্টে রাজীবের মৃত্যুসংবাদটি প্রকাশ্যে আসে। রাজীব কাপুরের জীবনের অজানা গল্পগুলো খুঁজল TV9 বাংলা...