নতুন অতিথির অপেক্ষায় লিন–রণদীপ হুডা, সাধের অনুষ্ঠানে কী কী ঘটল?
স্ত্রীর পাশে শান্ত ও খুশির মেজাজে ক্যামেরা বন্দি হয়েছেন রণদীপ। কখনও লিনের দিকে তাকিয়ে মুচকি হাসি, কখনও অতিথিদের সঙ্গে গল্প সব মিলিয়ে বোঝা যাচ্ছিল, এই মুহূর্তটা তাঁদের কাছে কতটা স্পেশাল। একটি ছবিতে দুজনকে একসঙ্গে ছোট্ট শিশুর মোজা হাতে পোজ দিতে দেখা যায়, যা বেশ পছন্দ করেছেন নেটিজেনরা।

বলিউডে আসতে চলেছে খুশির খবর। খুব শীঘ্রই বাবা হবেন জনপ্রিয় অভিনেতা রণদীপ হুডা। জীবনের বিশেষ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেত্রী লিন লেইশ্রম এবং তাঁর স্বামী রণদীপ হুডা । সম্প্রতি মুম্বইয়ে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে উদযাপিত হল তাঁর সাধের অনুষ্ঠান । এই অনুষ্ঠানে লিনের পাশে সবসময় দেখা যায় স্বামী অভিনেতা রণদীপ হুডাকে, দুজনের চোখেমুখে নতুন অতিথির আগমনের আনন্দ ও উত্তেজনা ধরা পড়েছে ।
এই অনুষ্ঠানের বেশ কিছু ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন লিন। ছবিতে দেখা যাচ্ছে, সহজ অথচ রুচিশীল সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী। হালকা রঙের শাড়ি, লাল ব্লাউজ আর মুখে স্বাভাবিক গ্লো সব মিলিয়ে মাতৃত্বের সৌন্দর্য যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। ফুল দিয়ে সাজিয়ে কাছের মানুষের উপস্থিতিতে ঘরোয়া ভাবে সম্পন্ন হয়েছে লিনের সাধের অনুষ্ঠান।
স্ত্রীর পাশে শান্ত ও খুশির মেজাজে ক্যামেরা বন্দি হয়েছেন রণদীপ । কখনও লিনের দিকে তাকিয়ে মুচকি হাসি, কখনও অতিথিদের সঙ্গে গল্প সব মিলিয়ে বোঝা যাচ্ছিল, এই মুহূর্তটা তাঁদের কাছে কতটা স্পেশাল। একটি ছবিতে দুজনকে একসঙ্গে ছোট্ট শিশুর মোজা হাতে পোজ দিতে দেখা যায়, যা বেশ পছন্দ করেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে প্রথমবার বাবা-মা হতে চলার খবর ঘোষণা করেছিলেন তারকা জুটি। সেই ঘোষণার পর থেকেই অনুরাগীদের শুভেচ্ছায় ভেসেছেন লিন ও রণদীপ। বেবি শাওয়ারের ছবি প্রকাশ্যে আসার পরও একইভাবে ভালোবাসা আর আশীর্বাদে ভরে উঠেছে কমেন্ট বক্স।
দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিত্ব ও স্টাইলের জন্য পরিচিত লিন লেইশ্রম। এখন চুটিয়ে মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন তিনি। অন্যদিকে রণদীপ হুডাও বারবার প্রমাণ করেছেন, ব্যক্তিগত জীবনে তিনি কতটা পারিবারিক ও দায়িত্বশীল।
বেবি শাওয়ারের এই সুন্দর মুহূর্তগুলো যেন তাঁদের আগাম সুখেরই প্রতিচ্ছবি। বলিউডের অন্দরমহল থেকে শুরু করে অনুরাগীরা সবাই এখন অপেক্ষায়, এই দম্পতির জীবনে তাঁদের ছোট্ট অতিথি আসার।
