ফের মা হচ্ছেন লিসা হেডেন, আসছে তৃতীয় সন্তান, ইনস্টাগ্রামে সুখবর দিলেন অভিনেত্রী

Sohini chakrabarty |

Feb 09, 2021 | 10:44 AM

গতবছরই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন লিসা।

ফের মা হচ্ছেন লিসা হেডেন, আসছে তৃতীয় সন্তান, ইনস্টাগ্রামে সুখবর দিলেন অভিনেত্রী
২০১৭ সালে প্রথম সন্তান জ্যাকের জন্ম দিয়েছিলেন লিসা হেডেন।

Follow Us

তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছে অভিনেত্রী লিসা হেডেন। সদ্যই ইনস্টাগ্রামে সুখবর জানিয়েছেন অভিনেত্রী। লিসা জানিয়েছেন, আগামী জুন মাসে আসতে চলেছে তাঁর তৃতীয় সন্তান। অভিনেত্রী এও জানিয়েছেন যে, এতদিন নিজের মা হওয়ার খবর প্রকাশ্যে আনেননি কারণ আলস্য লাগছিল তাঁর।

ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার করে সুখবর দিলেও প্রথম কয়েক মুহূর্ত বেশ রহস্য রেখেছিলেন লিসা। তারপর লিসার সঙ্গে ভিডিয়োতে যোগ দেয় তাঁর আর এক ছেলে জ্যাক। এরপর জ্যাকই জানায় আসল কথা। ভিডিয়োর শুরুতে লিসাকে বলতে শোনা গিয়েছে, “অনেকদিন পর আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। কী কী চলছে তাই নিয়েই কথা হবে। এতদিন এসব প্রকাশ্যে আনিনি, তার কারণ আলস্য লাগছিল। সত্যিই আর কোনও অজুহাত নেই।”

এরপরই মায়ের ভিডিয়োতে যোগ দেয় ছোট্ট জ্যাক। ছেলেকে দেখেই লিসা বলে ওঠেন, “জ্যাক একদম সঠিক সময়ে এসেছে। তাহলে জ্যাকি এবার কি তুমি সবাইকে বলবে যে মায়ের পেটে এখন কে রয়েছে?” জবাবে মিষ্টি হেসে জ্যাক বলে ওঠে, “এ বেবি সিস্টার”। লিসাও একগাল হেসে সঙ্গে সঙ্গেই জানিয়ে দেন যে আগত সন্তানের ব্যাপারে তিনি খুবই এক্সাইটেড।

২০১৬ সালে দিনো লালওয়ানির সঙ্গে বিয়ে করেন লিসা হেডেন। এর এক বছর পর ২০১৭ সালে জন্ম হয় লিসা-দিনোর বড় ছেলে জ্যাকের। গতবছর অর্থাৎ ২০২০ সালের জানুয়ারি মাসে দ্বিতীয় সন্তান লিও-র জন্ম দিয়েছেন লিসা। এবার তৃতীয় জনের পালা। আপাতত পরিবারের সঙ্গে হংকং-এ থাকেন লিসা হেডেন। এযাবৎ দু’বার নিজের প্রেগন্যান্সির সময়ে ইন্টারনেটে সেনসেশন ছিলেন অভিনেত্রী। ভাইরাল হয়েছিল তাঁর বেবি বাম্প নিয়ে ফটোশুটের ছবি। আগের দুই সন্তানের মতো তৃতীয় সন্তানের জন্মের আগেও লিসা বেবি বাম্পের ছবি দিয়ে নেট দুনিয়া মাতিয়ে রাখবেন বলেই মনে করছেন নেটাগরিকদের অনেকে।

Next Article