এক মাস আগে কন্যা সন্তানের মা (celeb mom) হয়েছেন অভিনেত্রী (Actress) পার্লে মানে। অবশেষে পার্লে এবং তাঁর স্বামী শ্রীনিশ অরবিন্দ মেয়ের প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন। দম্পতি মেয়ের নাম রেখেছেন নীলা শ্রীনিশ।
সোশ্যাল মিডিয়ায় তিনজনের ছবি শেয়ার করে পার্লে লিখেছেন, ‘আমাদের মেয়ে নীলার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। ২৮দিন আগে ওর জন্ম হয়েছে। ও আমাদের জীবন আরও সুন্দর করে তুলেছে। আনন্দে ভরিয়ে দিয়েছে। জীবনে একসঙ্গে অ্যাডভেঞ্চারের জন্য তৈরি আমরা।’
মেয়েকে কোলে নেওয়া পার্লের কাছে সব স্বপ্ন সত্যি হওয়ার মতো। তিনি জানিয়েছেন, মেয়েকে কোলে নিয়ে তাঁর মনে হয়েছিল, এক টুকরো চাঁদ কোলে নিয়ে রয়েছেন। সোশ্যাল ওয়ালে অনুরাগীদের সঙ্গে মজা করার জন্য তিনি সকলের কাছে পছন্দের গানের কথা জানতে চেয়েছেন। যে গানের মধ্যে ‘নীলা’ শব্দটি রয়েছে।
২০১৯-এ বিয়ে করেন পার্লে এবং অরবিন্দ। ২০১৮-এ মলয়লম ‘বিগ বস’-এ অংশ নিয়েছিলেন তাঁরা। গত বছর অনুরাগ বসু পরিচালিত ‘লুডো’ মুক্তি পেয়েছিল ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এ। সেই লুডোতে অভিনয় করেছিলেন পার্লে। তারপর থেকেই তিনি লাইমলাইটে।
আরও পড়ুন, করোনার টিকা নেওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেতার মৃত্যু
দক্ষিণী ছবিতে কাজের পাশাপাশি টেলিভিশনে প্রচুর কাজ করেছেন পার্লে। ‘লুডো’-তেও তাঁর অভিনয় প্রশংসা পেয়েছিল বিভিন্ন মহলে। আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন তিনি। এখন সন্তান তাঁর প্রায়োরিটি। মেয়ে একটু বড় হলে ফের কাজে ফিরবেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন।