কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী (Actress) পার্লে মানে। পার্লে এবং তাঁর স্বামী শ্রীনিশ অরবিন্দ রবিবার প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। গত বছর অনুরাগ বসু পরিচালিত ‘লুডো’ মুক্তি পেয়েছিল ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এ। সেই লুডোতে অভিনয় করেছিলেন পার্লে। তারপর থেকেই তিনি লাইমলাইটে।
সোশ্যাল মিডিয়ার সদ্যোজাতের ছবি শেয়ার করেছেন পার্লে। তিনি লিখেছেন, ‘কন্যা সন্তান। এই সুন্দর মুহূর্তটা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম। আমরা দু’জনেই ভাল আছি, আনন্দে আছি।’
২০১৯-এ বিয়ে করেন পার্লে এবং অরবিন্দ। ২০১৮-এ মলয়লম ‘বিগ বস’-এ অংশ নিয়েছিলেন তাঁরা। কন্যা হওয়ার আনন্দ সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অরবিন্দও।
তবে সদ্যোজাতের ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার না করার পরামর্শ পার্লেকে দিয়েছিলেন অনেকেই। অভিনেত্রী তার অন্যথা করেছেন। এর কারণ হিসেবে পার্লে বলেন, “প্রায় সকলেই বলেছিলেন, সন্তানের ছবি শেয়ার করতে হবে না। কিন্তু আপনারা আমার পরিবারের অংশ। আমি মনে করি আপনারা প্রত্যেকে আমার পরিবার। সে কারণেই ছবি শেয়ার করলাম। আপনাদের সকলের আশীর্বাদ চাই।”
দক্ষিণী ছবিতে কাজের পাশাপাশি টেলিভিশনে প্রচুর কাজ করেছেন পার্লে। লুডো-তেও তাঁর অভিনয় প্রশংসা পেয়েছিল বিভিন্ন মহলে। আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন তিনি। এখন সন্তান তাঁর প্রায়োরিটি। মেয়ে একটু বড় হলে ফের কাজে ফিরবেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন।
আরও পড়ুন, বাবার অভিনয় ডেবিউ নিয়ে টেনশনে জাহ্নবী!