ক্ল্যাপস্টিকে লেখা ‘মেড ইন হেভেন টু’। ওয়েব অডিয়েন্সের জন্য এই একটি ছবিই খুশি হওয়ার কারণ হতে পারে। প্রাইম ভিডিয়োতে এই ওয়েব সিরিজের প্রথম সিজন তুমুল প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। এবার আসতে চলেছে সিজন টু।
সিজন ২-এর শুটিং শুরু হওয়ার খবর দিলেন এই সিজনের মুখ্য অভিনেত্রী (Actress) সবিতা ঢুলিপালা (Sobhita Dhulipala)। ইনস্টাগ্রামে শুটিং শুরু হওয়ার ছবি শেয়ার করেছেন তিনি। নয়া দিল্লিতে শুরু হয়েছে এই ওয়েব সিরিজের শুটিং।
প্রথম সিজন লেখার দায়িত্বে ছিলেন রিমা কাগতি, জোয়া আখতার এবং অলঙ্কৃতা শ্রীবাস্তব। ২০১৯-এ মুক্তি পেয়েছিল প্রথম সিজন। তখন থেকেই পরের সিজনের জন্য অপেক্ষা শুরু হয়েছে দর্শক মহলে।
তারা এবং করণ। দিল্লির দুই ওয়েডিং প্ল্যানারের গল্প দিয়ে সাজানো ছিল এই সিরিজ। এক একটি এপিসোডে এক এক প্রদেশের বিয়ে দেখানো হয়েছিল। বিভিন্ন প্রাদেশিক বিয়ের ঐতিহ্য, আয়োজন নিখুঁত ভাবে উঠে এসেছিল এই সিরিজে। পাশাপাশি সমান্তরাল ভাবে গল্পের সঙ্গে মিশে গিয়েছিল তারা এবং করণের জীবন। সবিতার পাশাপাশি অর্জুন মাথুর, কাল্কি কোয়েচলিন, জিম শরাভ, শশাঙ্ক আরোরার মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হয়েছিল এই সিরিজ। দ্বিতীয় সিজনেও একই রকম টানটান গল্পের আশায় রয়েছেন দর্শক।
আরও পড়ুন, মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল, নিজেই সুখবর শেয়ার করলেন