
তিনি বলিউডের ধক ধক গার্ল। তাঁর মোহময়ী রূপে এখনও কাত হয়ে যায় পুরুষের দল। নয়ের দশকে তিনিই ছিলেন বলিপাড়ার চোখের মণি। হ্য়াঁ, তিনি আর কেউ নন, তিনি মাধুরী দীক্ষিত।
একসময় সঞ্জয় দত্তের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন মাধুরী দীক্ষিত। তবে বিয়েটা হয়নি। বরং মা-বাবার পছন্দ করা মার্কিন ডাক্তার শ্রীরাম নেনের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েন মাধুরী। বলিউডকে ছেড়ে স্বামীর সঙ্গে মার্কিনে পাড়িও দেন তিনি। তারপর বহু বছর পর মাধুরী ফিরে আসেন ভারতে। সঙ্গে অবশ্যই স্বামী সন্তান। তা হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে ভারতে কেন চলে আসলেন মাধুরী?
সম্প্রতি এক পডকাস্টে ভারতে ফিরে আসার আসল কারণ জানালেন মাধুরী। মাধুরী বলেন, ”আমেরিকা থেকে ফিরে আসাটা একেবারেই আমার মা-বাবার জন্য। কেননা, তাঁদের বয়স হয়েছে। আমরা না দেখলে, কেউ তাঁদের দেখার নেই। তাই চলে আসা। ”
মাধুরী আরও বলেন, ”নেনের বহু রোগী ভারতে থাকেন। মাঝে মধ্যেই তাঁকে ভারতে উড়ে আসতে হত। এছাড়া আমারও কেরিয়ার রয়েছে। তাই সব কিছু চিন্তাভাবনা করেই ভারতে ফির আসা। আর নিজের দেশে ফিরে আমরা ভালই রয়েছি।”
সঞ্জয় দত্তের সঙ্গে প্রেমের সম্পর্কে বাঁধা পড়েছিলেন মাধুরী দীক্ষিত। সেই সময়ই এই প্রেম নিয়ে বলিউডে শোরগোল পড়ে গিয়েছিল। এমনকী, শোনা গিয়েছিল সঞ্জয়ের সঙ্গে নাকি বিয়েও ঠিক হয়ে গিয়েছিল মাধুরীর। তবে বিয়ে ভাগে সঞ্জয় জেলে যাওয়ার পর। সঞ্জয়ের ক্রিমিনাল রেকর্ডই মাধুরীর প্রেমের মূল অন্তরায় হয়ে দাঁড়ায়। ঠিক সেই সময়ই মা-বাবার পছন্দ করা মার্কিন ডাক্তার ডক্টর শ্রীরাম রেনেকে বিয়ে করেন মাধুরী। মাত্র ৬ মাসের আলাপ। আর কয়েক মাসের মধ্যেই মাধুরী ঠিক করে নেন, বিয়ে যদি করেন, তাহলে ডক্টর নেনেকেই করবেন। ১৯৯৯ সালে ডাক্তার শ্রীরাম নেনেকে বিয়ে করেন মাধুরী দীক্ষিত। তাঁদের এখন দুই ছেলে। বিয়ের পরই সিনেমার পর্দা ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছিলেন মাধুরী।