কুম্ভমেলার মোনালিসা এবার আল্লু অর্জুনের নায়িকা! কোন ছবিতে ডাক পেলেন ভাইরাল কন্যা?

আকাশ মিশ্র |

Jan 21, 2025 | 1:14 PM

মহাকুম্ভের মেলায় মালা বেচতে বেচতে হঠাৎই ভাইরাল ধূসর চোখের মোনালিসা। কুম্ভ মেলায় প্রায় প্রত্যেকদিনই তাঁকে তাক করে থাকে,প্রায় একডজন ক্যামেরা। অনুরাগীদের নানা আবদারে মালা বিক্রি তো লাটে উঠেছে।

কুম্ভমেলার মোনালিসা এবার আল্লু অর্জুনের নায়িকা! কোন ছবিতে ডাক পেলেন ভাইরাল কন্যা?

Follow Us

মহাকুম্ভের মেলায় মালা বেচতে বেচতে হঠাৎই ভাইরাল ধূসর চোখের মোনালিসা। কুম্ভ মেলায় প্রায় প্রত্যেকদিনই তাঁকে তাক করে থাকে,প্রায় একডজন ক্যামেরা। অনুরাগীদের নানা আবদারে মালা বিক্রি তো লাটে উঠেছে। এমনকী, তাঁকে ঘিরে এত উত্তেজনা যে, ভয়ের চোটে মোনালিসা মুখ ঢেকেছেন মাস্কে। তাতে নেই রেহাই। তাঁর ধূসর চোখ চিনিয়ে দিচ্ছে, তিনিই সেই ভাইরালকন্যা মোনালিসা। আর এবার তো সেই মোনালিসাই কুম্ভ থেকে সোজা পাড়ি দিতে চলেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ফিল্ম পাড়ার গুঞ্জন বলছে, আল্লু অর্জুনের পুষ্পা ৩ ছবিতে অভিনয়ের জন্য নাকি ডাক পেয়েছেন তিনি।

এবারের কুম্ভ মেলায় একদিকে যেমন ভাইরাল হয়েছেন আইআইটি বাবা এবং জটাধারী হর্ষ। অন্যদিকে, হঠাৎই মিষ্টি মুখ ও ধসূর চোখের ম্যাজিকে ভাইরাল হলেন মোনালিসা। লিওনার্দো ভিঞ্চির আঁকা যে মোনালিসার হাসি জগৎ বিখ্যাত, সেই সমনামের মেয়েই এবার শুধু হাসিতে নয়, সোশাল মিডিয়া জয় করলেন ধূসর চোখের চাউনিতে।

এই খবরটিও পড়ুন

তা সত্যিই কী অভিনেত্রী হওয়ার পথে মোনালিসা?

তাঁকে নিয়ে লাফালাফি হলেও, মোনালিসা অবশ্য তাঁকে ঘিরে এমন উন্মাদনায় বেশ বিরক্ত। এক ব্লগারকে সাক্ষাৎকার দিতে গিয়ে, মোনালিসা বলেন, দূর আমার এসব আর ভালো লাগছে। লোকে আমায় দেখলেই ছুটে আসছে। ভিড় করছে। আর সবচেয়ে বড় বিরক্তর ব্যাপার হল, আমার মালা বিক্রি কমে গিয়েছে। এটাই তো আমার রোজগার। এত কথা বললেও, সিনেমায় অভিনয়ের কথা কিন্তু এড়িয়ে গিয়েছেন মোনালিসা।

এই খবরের মাঝেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মোনালিসার আরেকটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, বিউটি পার্লারে গিয়ে নিজেকে একেবারে বদলে ফেলছেন মোনালিসা। মা-বাবা, তুতো ভাইবোনদের নিয়ে তাঁর সুখের সংসার। পড়াশুনো একদমই করেননি। তবে তা নিয়ে কোনও খেদ নেই তাঁর। সংসার চালাতেই নানা রঙের পাথরে মালা গেঁথে বিক্রি করেন তিনি। তবে তাঁর ধূসর চোখের ম্যাজিক যে এবার সিনেপর্দায় ঝড় তুলবে, তার আঁচ কিন্তু পাওয়া যাচ্ছে।

Next Article