করোনা আতঙ্কে ফের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের পরিধি সীমাবদ্ধ
সূত্রের খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছেন। সেখানে বহু শিল্পীকে নিয়ে শুটিং করার বিপক্ষে মত দিয়েছেন তিনি।
করোনা (covid 19) আতঙ্কের কারণে ফের ফিল্ম ইন্ডাস্ট্রির কাজের পরিধি সীমিত হল। মহারাষ্ট্রে ইতিমধ্যেই নাইট কার্ফু জারি হয়েছে। সে কারণে নাইট শো-এর সিনেমা বন্ধ। পাশাপাশি সরকারের তরফ থেকে ৫০ শতাংশ কর্মী নিয়ে সিনেমা হল গুলিকে কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর পাশাপাশি মহারাষ্ট্রে শুরু হয়েছে উইকেন্ড লকডাউন। শুক্রবার রাত আটটা থেকে সোমবার সকাল সাতটা পর্যন্ত সরকারের তরফে কাজ বন্ধ রাখার নির্দেশ এসেছে। শুটিং সেটে ৩৩ শতাংশ কর্মীকে থাকার অনুমতি দেওয়া হচ্ছে। প্রত্যেককে মাস্ক পরা বা সোশ্যাল ডিসট্যান্স মেনে চলার মতো করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে।
সূত্রের খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছেন। সেখানে বহু শিল্পীকে নিয়ে শুটিং করার বিপক্ষে মত দিয়েছেন তিনি। যে সব দৃশ্যে প্রচুর জুনিয়র আর্টিস্ট প্রয়োজন, আ আপাতত বাতিল করার পরামর্শ দিয়েছেন তিনি।
আরও পড়ুন, ‘থ্যাঙ্ক উই মাই লভ…’, সইফ নন, তবে কার জন্য লিখলেন করিনা?
গত এক বছর ধরে করোনার সঙ্গে লড়াই করছে গোটা বিশ্ব। লকডাউনে সব রকম কাজ বন্ধ হয়ে গিয়েছিল। নিউ নর্মালে ধীরে ধীরে কাজ শুরু হলেও ফের ফিল্ম ইন্ডাস্ট্রির কাজ বড় ক্ষতির মুখে বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। ফের লকডাউন হলে কী হবে, সেই আশঙ্কা এখন থেকেই তৈরি হয়েছে সিনে মহলে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখোমুখি দাঁড়িয়ে গোটা বিশ্ব। তেমনটাই মনে করছেন চিকিৎসকদের বড় অংশ। ফলে সর্বস্তরে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়ার হচ্ছে। মহারাষ্ট্রের অবস্থা বেশ খারাপ। একের পর এক সেলেবদের আক্রান্ত হওয়ার খবরে বিষয়টা আরও স্পষ্ট হচ্ছে। আক্রান্ত তারকারাও অসংখ্য অনুরাগীকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছেন।